টানা তিন জয়ে সিরিজ দক্ষিণ আফ্রিকার !

0
28

নিউজ ডেস্ক:

টানা তিন জয়ে দুই ম্যাচ হাতে রেখেই সিরিজ পকেটে ভরে নিয়েছে দক্ষিণ আফ্রিকা। শনিবার রাতে জোহানেসবার্গে তৃতীয় একদিনের ম্যাচে শ্রীলঙ্কাকে ৭ উইকেট হারায় স্বাগতিকরা।

এদিন টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুটা দারুণ করেন দুই ওপেনার নিরোশান ডিকওয়ালে ও উপুল থারাঙ্গা। তবে দলীয় ৬০ এবং ব্যক্তিগত ৩১ রানে থারাঙ্গার বিদায়ের পরই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা লঙ্কান অলআউট হন ১৬৩ রানে। এক পাশ আগলে রেখে ডিকওয়ালে প্রতিরোধের চেষ্টা করলেও বাকি সবাই ব্যর্থ হন। সর্বোচ ৭৪ রানও আসে ওই ওপেনারের ব্যাট থেকে।

দক্ষিণ আফ্রিকার ডোয়েন প্রিটোরিয়াস ১৯ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচ সেরা নির্বাচিত হয়েছেন। এছাড়া কাগিসো রাবাদা, ইমরান তাহির, আন্দিল ফুলাকোয়ে ২টি করে উইকেট পান।

জবাবে দক্ষিণ আফ্রিকা ৩২ ওভারে ১৬৪/‌৩ তুলে ম্যাচ জিতে নেয়। এবি ডি’ ভিলিয়ার্স ৬০ রানে অপরাজিত থাকেন। হাসিম আমলা করেন ৩৪ রান।