নিউজ ডেস্ক:
আগামী ২৬ জুলাই থেকে শ্রীলংকার মাটিতে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলতে যাচ্ছে ভারত। গলে শুরু হবে প্রথম টেস্ট। এ সিরিজের জন্য রবিবার ঘোষিত ভারতীয় স্কোয়াডে ঠাঁই পেয়েছেন সীমিত ওভারে আলো ছড়ানো অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া।
গত বছরের নভেম্বরে প্রথমবারের মতো ভারতের টেস্ট দলে জায়গা পেলেও চোটের কারণে কপাল পোড়ে তার। চলতি বছর অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই টেস্টে দলে থাকলেও এ ফরম্যাটে এখনো অভিষেকের অপেক্ষায় রয়েছেন পান্ডিয়া।
ভারতীয় গণমাধ্যমের মতে, এবার শ্রীলংকার মাটিতে পান্ডিয়ার অপেক্ষা ঘোচার সম্ভাবনাই বেশি।
অন্যদিকে ১৬ সদস্যের ভারতীয় স্কোয়াডে ফিরেছেন রোহিত শর্মা, লোকেশ রাহুল ও মুরালি বিজয়। গত বছর অক্টোবরে নিউজিল্যান্ডের বিপক্ষে সর্বশেষ টেস্ট খেলেছিলেন রোহিত। পরে করুণ নায়ার তার জায়গা নিলেও বাজে ফর্মের জন্য বাদ পড়েছেন দল থেকে। লংকা সফরের জন্য চার পেসার ও দুই স্পিনার নিয়ে স্কোয়াড সাজিয়েছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট।
ভারতের টেস্ট স্কোয়াড: বিরাট কোহলি (অধিনায়ক), মুরালি বিজয়, লোকেশ রাহুল, চেতেশ্বর পূুজারা, অজিঙ্কা রাহানে, রোহিত শর্মা, রবিচন্দ্র অশ্বিন, রবীন্দ্র জাদেজা, ঋদ্ধিমান সাহা, ইশান্ত শর্মা, উমেশ যাদব, হার্দিক পান্ডিয়া, ভুবনেশ্বর কুমার, মোহাম্মদ শামি, কুলদ্বীপ যাদব, অভিনব মুকুন্দ।
সূত্র: ক্রিকইনফো