বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫
বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫

ক্রিকেটকে বিদায় জানাতে পারেন ডু’‌প্লেসিস !

নিউজ ডেস্ক:

২০১৯ বিশ্বকাপের পর ক্রিকেটকে বিদায় জানাতে পারেন দক্ষিণ আফ্রিকার টেস্ট এবং টি-২০ দলের নেতা ফাফ ডু’‌প্লেসিস। একটি পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে ডু’‌প্লেসিস বলেছেন, ‘‌২০১৯ বিশ্বকাপের কথা মাথায় রেখেই এগোচ্ছি। তারপরই হয়ত সব ঘরানার ক্রিকেটকে বিদায় জানাব। ’‌

চোটের জন্য নিউজিল্যান্ড, ইংল্যান্ড ও বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজ থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন ডি’‌ভিলিয়ার্স। যা নিয়ে ডু’‌প্লেসির বক্তব্য, ‘‌দীর্ঘদিন দেশকে সেবা করেছে সে। ১০৬টা টেস্ট খেলেছে। তারপর চোটের জন্য বিশ্রাম নিলে সমস্যার তো কিছু দেখতে পাচ্ছি না। যেকোনও ক্রিকেটারই দেশের হয়ে খেলতে চায়। কিন্তু চোট পেয়ে গেলে তো আর করার কিছু নেই। ’‌

ডি’‌ভিলিয়ার্স চোট পেয়ে সরে যাওয়ার পরই নেতৃত্ব এসেছিল ডু’‌প্লেসির হাতে। এখনও পর্যন্ত ৪০টি টেস্ট খেলেছেন ডু’‌প্লেসিস। তার নেতৃত্বে নিউজিল্যান্ডে, অস্ট্রেলিয়ায় সিরিজ জিতেছিল প্রোটিয়াসরা। ঘরের মাঠে হারায় শ্রীলঙ্কাকে।

Similar Articles

Advertismentspot_img

Most Popular