বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫
বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫

কোয়েরির কাছে হেরে অ্যান্ডি মারে মারের বিদায় !

নিউজ ডেস্ক:

পাঁচ সেটে গড়ানো সর্বশেষ তিনটি ম্যাচেই পরাজিত হয়েছিলেন অ্যান্ডি মারে। আর এবারো তার ব্যতিক্রম হলো না। বুধবার উইম্বলডন ওপেনের শেষ আটের লড়াইয়ে স্যাম কোয়েরির কাছে হেরে বিদায় নিলেন নাম্বার ওয়ান তারকা মারে।

অল ইংল্যান্ড ক্লাবে প্রথম সেটে জিতে দারুণ সূচনা করেছিলেন মারে। তবে দ্বিতীয় সেটে জয় দিয়ে ঘুরে দাঁড়ান কোয়েরি। তৃতীয় সেটে হাড্ডাহাড্ডি লড়াই হলেও পরের দুই সেটে আমেরিকান তারকার কাছেই পাত্তাই পাননি এই স্কটিশ তারকা। শেষ পর্যন্ত কোয়েরির কাছে ৬-৩, ৪-৬, ৭-৬ (৭-৪), ১-৬, ১-৬ গেমে হেরে বিদায় নেন গত আসরের চ্যাম্পিয়ন মারে।

প্রসঙ্গত, গত আট বছরে প্রথম আমেরিকান খেলোয়াড় হিসেবে কোনো গ্র্যান্ডস্লামের সেমিফাইনালে উঠলেন কোয়েরি। এর আগে সর্বশেষ ২০০৯ সালে উইম্বলডনের সেমিতে উঠেছিলেন অ্যান্ডি রডিক।

Similar Articles

Advertismentspot_img

Most Popular