বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

কাতারকে ২-০ গোলে হারিয়ে কিশোর ফুটবলারদের চমক !

নিউজ ডেস্ক:

এএফসি অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপের বাছাইয়ে প্রতিপক্ষের মাঠে কাতারকে ২-০ গোলে হারিয়ে চমক দেখিয়েছে বাংলাদেশের কিশোররা। বাংলাদেশের হয়ে গোল দুটি করেন দীপক রায় ও ফয়সাল আহমেদ ফাহিম।

রবিবার রাতে দোহার গ্র্যান্ড হামাদ স্টেডিয়ামে ‘ই’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ও শেষ ম্যাচে শুরু থেকে আধিপত্য রেখে খেললেও প্রথমার্ধে গোলের দেখা পায়নি বাংলাদেশের কিশোরা। তবে দ্বিতীয়ার্ধের ১০ মিনিটের মধ্যে দুই গোল করে শেষ হাসিটা লাল-সবুজের জার্সিধারীদের।

যদিও ম্যাচের ৬০ মিনিটের মাথায় মিরাজ মোল্লার শট ক্রসবারের ওপর দিয়ে না গেলে আগেই এগিয়ে যেতো বাংলাদেশ। তবে সেই আক্ষেপ বেশি সময় স্থায়ী হয়নি। ৭১ মিনিটে দিপক ও ৮১ মিনিটে ফয়সাল আহমেদ ফাহিম গোলে জয় নিশ্চিত হয় বাংলাদেশের।

এই জয়ে অবশ্য বাছাইপর্বে পেরিয়ে চূড়ান্ত পর্বে জায়গা করে নিতে পারেনি লাল সবুজ জার্সিধারীরা। দুই ম্যাচ জিতে গ্রুপ ‘ই’ থেকে ইয়েমেন নিশ্চিত করেছে চূড়ান্ত পর্ব। ১০ গ্রুপ চ্যাম্পিয়নের সঙ্গে সেরা রানার্সআপ হিসেবে পাঁচ দল উঠবে চূড়ান্ত পর্বে। নিজেদের গ্রুপে রানার্সআপ হলেও গোল ব্যাবধানে পিছিয়ে থেকে পাঁচ সেরা রানার্স আপে জায়গা করে নিতে পারেনি বাংলাদেশ।

Similar Articles

Advertismentspot_img

Most Popular