বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫
বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫

কাউন্টিতে খেলার জন্য কোনো অর্থ নেননি তামিম !

নিউজ ডেস্ক:

ন্যাটওয়েস্ট টি-টুয়েন্টি ব্লাস্টে এসেক্স ঈগলসের হয়ে আটটি ম্যাচে অংশ নেয়ার কথা ছিল তামিম ইকবালের। তবে এক ম্যাচ খেলেই দেশে ফিরেন তিনি। ম্যাচটি খেলার জন্য কোনো পারিশ্রমিক নেননি তামিম।

ম্যাচ প্রতি তিন হাজার পাউন্ড করে ধরে এসেক্স তামিমকে অগ্রিম দিয়ে রেখেছিল। দেশে ফেরার আগে তামিম সব টাকাই ফিরিয়ে দিয়েছেন এসেক্সকে। ক্লাব কর্মকর্তাদের বলেছেন, ‌‌হুট করে চলে যাওয়ায় আপনাদের সমস্যায় পড়তে হবে। নতুন একজন খেলোয়াড় নিতে হবে। কাজেই এই টাকা আমি নেব না।

ইংল্যান্ডে অবস্থানের সময় তামিমকে স্ট্রাটফোর্ডে একটি ফ্ল্যাট ভাড়া করে দিয়েছিল এসেক্স। ব্যবহারের জন্য দিয়েছিল একটি গাড়ি। এ ছাড়া যাওয়া-আসার তামিমের বিমানভাড়াও এসেক্সই দিয়েছে। তবে স্ত্রী আয়েশা ও সন্তানের ভাড়া তামিম নিজেই বহন করেছেন।

‘ব্যক্তিগত কারণ’ এ তামিম এক ম্যাচ খেলেই দেশে ফিরেন।  ক্লাব পক্ষ থেকে ও তামিমের কাছ থেকে এই কারণটাই জানা গেছে। তবে বিভিন্ন সূত্রের বরাতে জানা গেছে, পরিবারের ওপর দুস্কৃতিকারীদের হামলা চেষ্টার কারণে তামিম দেশে ফিরেন।

Similar Articles

Advertismentspot_img

Most Popular