বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫
বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫

এবার ২৯ রান করে সাকিবের বিদায় !

নিউজ ডেস্ক:

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে লজ্জাজনক হারের পর ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে কিছুটা চাপ নিয়েই মাঠে নেমেছে টাইগাররা। শুরুতে লিটন-ইমরুল জুটি বড় রানের স্বপ্ন দেখালেও খুব একটা সুবিধা করতে পারেননি তারা।
ওপেনিং জুটির বিদায়ের পর অনেকটা আক্রমণাত্মক ভঙ্গিতেই ব্যাট চালাতে থাকেন সাকিব-মুশফিক। তবে নিজের ইনিংসটা বড় করতে পারলেন না সাকিব। ইমরান তাহিরের বলে হাশিম আমলার হাতে ধরা পড়লেন তিনি।

এ রিপোর্ট লেখা পর্যন্ত ২৯ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ১৪৩ রান। মুশফিক ৫২ ও মাহমুদউল্লাহ ২ রানে অপরাজিত আছেন।

এর আগে, কিম্বার্লির ডায়মন্ড ওভাল মাঠে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।

প্রায় দুই বছর পর ওয়ানডেতে খেলতে নামা লিটন প্রথমবার ইমরুল কায়েসের সঙ্গে জুটি বাঁধেন। ইনিংসের নবম ওভারের পঞ্চম বলে কেগিসো রাবাদার বলে ডু প্লেসিসের তালুবন্দি হন লিটন। ২৯ বলে চারটি বাউন্ডারিতে লিটন করেন ২১ রান।
দলীয় ৪৩ রানের মাথায় প্রথম উইকেট হারায় বাংলাদেশ। দলীয় ৬৭ রানের মাথায় বিদায় নেন ইমরুল কায়েস। ডোয়াইন প্রিটোরিয়াসের বলে ইনিংসের ১৪তম ওভারে ডি ককের তালুবন্দি হন কায়েস। বিদায়ের আগে তার ব্যাট থেকে আসে ৪৩ বলে ৩১ রান। তার ইনিংসে ছিল চারটি চার আর একটি ছক্কা।

ইনিংসের ২০তম ওভারে বাংলাদেশের দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে সাকিব ৫ হাজার ওয়ানডে রান স্পর্শ করেন। তার আগে তামিম ইকবাল এই কীর্তি স্পর্শ করেছিলেন। পাশাপাশি সনাথ জয়সুরিয়া, জ্যাক ক্যালিস, শহীদ আফ্রিদি আর আবদুর রাজ্জাকের মতো সাকিব ৫ হাজার ওয়ানডে রানের সাথে ২০০ উইকেটের পঞ্চম মালিক হন। ইনিংসের ২৬তম ওভারের শেষ বলে বিদায় নেন সাকিব। দলীয় ১২৬ রানের মাথায় সাজঘরে ফেরার আগে সাকিব করেন ২৯ রান। ইমরান তাহিরের বলে হাশিম আমলার হাতে ধরা পড়ার আগে বিশ্বসেরা এই অলরাউন্ডার ৪৫ বল মোকাবেলা করে দুটি বাউন্ডারির দেখা পান।

Similar Articles

Advertismentspot_img

Most Popular