বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

এজবাস্টনে কালো ব্যাজ পড়ে মাঠে নামবে বাংলাদেশ !

নিউজ ডেস্ক:

চ্যাম্পিয়ন্স ট্রফির দ্বিতীয় সেমিফাইনালে ভারতের বিপক্ষে কালো ব্যাজ পড়ে খেলতে নামবে মাশরাফি বাহিনী। বৃহস্পতিবার এজবাস্টনে বাংলাদেশ সময় সাড়ে তিনটায় ম্যাচটি শুরু হবে।

টানা বর্ষণে চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলায় পাহাড় ধস ও ভয়াবহ বিপর্যয়ে হতাহতের প্রতি শ্রদ্ধা জানাতেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। এর আগে বুধবার পাহাড় ধসে নিহতদের ঘটনায় শোক প্রকাশ করেন মাশরাফি-সাকিবরা। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের নিজস্ব ফ্যান পেজে শোক প্রকাশ করে  নিহতদের আত্মার মাগফেরাতও কামনা করেন।

নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে মাশরাফি লেখেন, ‘পাহাড় কাটা আর অপরিকল্পিত বসত বাড়ির কারণে প্রায় প্রতিবছরই এই সময়টাতে পাহাড় ধ্বসের কারণে হতাহতের খবর শুনতে হয়। ভূমি ধসে নিহত সবার আত্মার শান্তি কামনা করছি।

তিনি আরও লেখেন, ‘উদ্ধার কাজে করতে গিয়ে প্রাণ হারানো সেনাবাহিনীর বীর সদস্যদের আত্মার মাগফেরাত কামনা করছি। দেশের জন্য জীবন দেয়া সবাই পারে না, কিন্তু আপনারা পেরেছেন।

Similar Articles

Advertismentspot_img

Most Popular