বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫
বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫

ইব্রাহিমোভিচকে বিদায় দিল ম্যানইউ !

নিউজ ডেস্ক:

গত মৌসুমে জলাতান ইব্রাহিমোভিচকে কোনো ট্রান্সফার ফি ছাড়াই দলে ভেড়ায় ম্যানচেস্টার ইউনাইটেড। দুর্দান্ত পারফরম্যান্সও উপহার দেন সুইডিশ এ ফুটবল নক্ষত্র। কিন্তু তারপরও ইব্রার চুক্তি নবায়নে আগ্রহী হয়নি ওল্ড ট্রাফোর্ডের ক্লাবটি।

এ ব্যাপারে ইংলিশ প্রিমিয়ার লিগে এক বিবৃতিতে ইব্রাকে না রাখার ব্যাপারটি জানিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। আগামী ৩০ জুন ম্যানইউর সঙ্গে ৩৫ বছর বয়সি এ তারকার এক বছর মেয়াদী চুক্তির মেয়াদ শেষ হচ্ছে।

ধারণা করা হচ্ছে, দারুণ ফর্মে থাকলেও দীর্ঘ মেয়াদী ইনজুরির কারণে হয়তো তার প্রতি আগ্রহ হারিয়ে ফেলেছে ম্যানইউ। হাঁটুর ইনজুরির কারণে দীর্ঘদিন ধরে মাঠের বাইরে রয়েছেন ইব্রা। সফলভাবে অস্ত্রোপচার হলেও দীর্ঘদিন ডাক্তারের পরামর্শে রয়েছেন তিনি।

Similar Articles

Advertismentspot_img

Most Popular