ইতিহাস গড়লেন বাবর আজম !

0
33

নিউজ ডেস্ক:

ওয়ানডে ক্রিকেটে দ্রুততম এক হাজার রানের মালিক হয়ে ইতিহাস গড়লেন পাকিস্তানের মিডল অর্ডার ব্যাটসম্যান বাবর আজম। পার্থে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের তৃতীয় ওয়ানডেতে ৮৪ রান করার পথে তিনি এ রেকর্ড গড়েন। এর আগে ২১ ইনিংসেই এই কীর্তি গড়েছিলেন ভিভ রিচার্ডস, কেভিন পিটারসেন, জোনাথন ট্রট ও কুইন্টন ডি কক।

বাবর ২১ ইনিংসের পাশাপাশি খেলেছেন সমান ২১টি ম্যাচও। তার সমান ম্যাচ খেলেছেন ট্রট ও কক। তবে ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ২২টি এবং সাবেক ইংলিশ তারকা পিটারসেন খেলেছেন ২৭টি ম্যাচ।

এর আগে, সংযুক্ত আরব আমিরাতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টানা তিনটি ওয়ানডে সেঞ্চুরি করে অষ্টম ব্যাটসম্যান হিসেবে দুর্দান্ত এক কীর্তি গড়েন বাবর।