নিউজ ডেস্ক:
ক্রিশ্চিয়ানো রোনালদোর জোড়া গোলে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে বায়ার্নকে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। মিউনিখের আলিয়াঞ্জ এরিনায় সেই জোড়ার সুবাদেই ইউরোপীয় ফুটবলে ১০০ গোল হয়ে গেল সিআরসেভেনের। সেই নজিরকে অভিনন্দিত করতে তার হাতেই ‘রোনাল্ডো ১০০’ লেখা টি–শার্ট তুলে দিলেন রিয়াল মাদ্রিদের সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ। এমন অর্জনে প্রচণ্ড খুশি রোনালদো নিজেও।
এই নজির তৈরি করতে পারায় নিজেও সম্মানিত বোধ করছেন পর্তুগিজ তারকা। রোনালদো বলেছেন, ‘ইউরোপে ১০০ গোলে পৌঁছাতে পারাটা বিরাট সম্মানের। দিনটা আমার কাছে বিশেষ। একইসঙ্গে গুরুত্বপূর্ণ জয়ও পেয়েছে দল। খুব খুশি। এই ক্লাবে থেকে যে দুর্দান্ত ক্যারিয়ার তৈরি করতে পেরেছি, তার জন্য আমি কৃতজ্ঞ রিয়াল মাদ্রিদের কাছে। কৃতজ্ঞতা জানাই সতীর্থদেরও। ধন্যবাদ ক্লাব, সতীর্থ, সমর্থকদের। ’
এখানেই না থেমে সি আর সেভেন আরও বলেন, ‘সত্যিই আমি রোমাঞ্চিত। কতটা খুশি বলে বোঝাতে পারব না। বায়ার্নের বিরুদ্ধে মাঠে নামার আগে ভেবেছিলাম, খেলাটা খুব হাড্ডাহাড্ডি হবে। ওরা কঠিন চ্যালেঞ্জ ছুঁড়ে দেবে। কিন্তু ওরা পেনাল্টি মিস করার পরই মনে হয়েছিল দ্বিতীয়ার্ধটা আমাদের। আমিও গোল পেলাম। অন্য কেউও পেতে পারত। ’
নিজের গোলগুলো নিয়ে আপনার প্রতিক্রিয়া কেমন এমন প্রশ্নের জবাবে রোনালদো বলেছেন, ‘একটা শব্দেই বর্ণনা করতে পারি। অবিশ্বাস্য। এই দুটো গোল করে দলকে জেতাতে পেরে আনন্দিত। আশা করছি, বের্নাব্যু–তে আরও দুটো গোল করব। মিউনিখে জেতার পর আমরা একটু হলেও এগিয়ে আছি। তবুও লড়াই হবে সেয়ানে–সেয়ানে। সমর্থকরা নিশ্চয়ই আমাদের পাশে থাকবেন। আমি আশাবাদী, রিয়েল সেমিফাইনালে যাবে। দল হিসেবে আমরা ভাল খেলছি। কোচ সব কিছুই খুব সুন্দরভাবে সামলাচ্ছেন। চূড়ান্ত পর্বগুলোর জন্য আমরা তৈরি।