বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

ইউএস ওপেনের ফাইনালে রাফায়েল নাদাল !

নিউজ ডেস্ক:

স্প্যানিশ টেনিস তারকা রাফায়েল নাদাল ইউএস ওপেনের ফাইনালে উঠেছেন। শনিবার নিউইয়র্কের ফ্লাশিং মিডোসে দ্বিতীয় সেমিফাইনালে আর্জেন্টিনার জন মার্টিন ডেল পোত্রোকে ৩-১ সেটে হারিয়েছেন নাদাল।

আর্থার অ্যাশ স্টেডিয়ামে ১ম সেটে অবশ্য চমক ধরে রাখেন ফেদেরারকে হারিয়ে শেষ চারে আসা দেল পোত্রো। ৬-৪ ব্যবধানে লিড নেন এ আর্জেন্টাইন। কিন্তু এরপর আর পাত্তা পাননি ১৫ গ্র্যান্ড স্ল্যামের মালিক নাদালের কাছে। ২য় সেটে ৬-০ তে বিধ্বস্ত হন তিনি।

এর পরের দুই সেটে লড়াইয়ের আভাস দিয়েও হেরে যান ৬-৩ ও ৬-২ ব্যবধানে। এ নিয়ে টানা ৯ ম্যাচে জয়লাভ করলেন ৩১ বছর বয়সী নাদাল। ফাইনালে রবিবার দক্ষিণ আফ্রিকার কেভিন অ্যান্ডারসনের মুখোমুখি হবেন এই স্প্যানিশ তারকা।

এর আগে ২০১০ ও ২০১৩ সালে ইউএস ওপেনের শিরোপা জিতেছিলেন নাদাল। রবিবার তৃতীয় ইউএস ওপেনের শিরোপা এবং ১৬তম গ্র্যান্ডস্লামের জন্য মাঠে নামবেন তিনি। অন্যদিকে কেভিন অ্যান্ডারসন প্রথম সেমিফাইনালে নাদালের স্বদেশি পাবলো ক্যারিনো বুসতাকে হারিয়ে ফাইনালে উঠেছেন।

Similar Articles

Advertismentspot_img

Most Popular