আবারও শীর্ষে সাকিব !

0
38

নিউজ ডেস্ক:

শ্রীলঙ্কান অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউসকে পেছনে ফেলে আইসিসি ওয়ানডেতে আবারও অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থান দখল করেছেন সাকিব আল হাসান। তবে টেস্ট ও টি-টোয়েন্টিতে এখনও দুই নম্বর র‍্যাঙ্কিংয়ে রয়েছেন তিনি।

নিউজিল্যান্ডের বিপক্ষে সদ্য শেষ হওয়া ওয়ানডে সিরিজে নিজের অলরাউন্ডার ক্যারিয়ারে ৩৭৭ রেটিং পয়েন্ট যোগ করে সবার ওপরে ওঠেন সাকিব। দুইয়ে চলে যাওয়া ম্যাথিউসের বর্তমান রেটিং পয়েন্ট ৩৩৫। আর লঙ্কান অধিনায়ক থেকে চার রেটিং পয়েন্ট কম নিয়ে তিনে রয়েছে আফগানিস্থানের মোহাম্মদ নবী।

এদিকে টি-২০ অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে ৩৮৮ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে আছেন অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েল। ৩৪৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয়স্থানে সাকিব। ভারতের রবিচন্দ্রন অশ্বিন টেস্ট অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে ৪৮২ রেটিং পয়েন্ট নিয়ে সবার ওপরে রয়েছেন। ৪০৫ পয়েন্ট নিয়ে তারপরেই সাকিব।