নিউজ ডেস্ক:
জিম্বাবুয়ের জার্সিতে ব্র্যান্ডন টেইলর আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান ২০১৫ সালের বিশ্বকাপের পরপরই। এরপর পাড়ি জমিয়েছিলেন ইংল্যান্ডে, লক্ষ্য কাউন্টি।
তবে এবার মত বদলেছেন তিনি। জানা গেছে, আবারও জিম্বাবুয়ের জার্সিতে মাঠে নামবেন তিনি।
জিম্বাবুয়ের হয়ে খেলতে নতুনভাবে চুক্তিবদ্ধ হয়েছেন টেইলর। এ ব্যাপারে জিম্বাবুয়ের ক্রিকেট বোর্ডের অফিসিয়াল টুইটারে নিশ্চিত করে দেশটির ক্রিকেট বোর্ড জানায়, ‘আমরা আনন্দের সঙ্গে জানাচ্ছি ব্র্যান্ডন টেইলর আবার আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন। ইংলিশ কাউন্টির দল নটিংহ্যাম্পশায়ারের সঙ্গে তার চুক্তি শেষ হয়েছে। টেইলর আনুষ্ঠানিকভাবে জিম্বাবুয়ের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট ও ঘরোয়া ক্রিকেট খেলবেন। ‘
টেইলরের ফিরে আসায় জিম্বাবুয়ের হেড কোচ হিথ স্ট্রিক বলেন, ‘আমি তাকে স্বাগত জানাই। আশা করি ক্যারিয়ারের বাকিটা সময় জন্মভূমি জিম্বাবুয়ের হয়ে খেলবে সে। ‘
জিম্বাবুয়ে ক্রিকেট প্রশাসকদের সঙ্গে ঝামেলায় জড়িয়ে আন্তর্জাতিক ক্রিকেট ছেড়ে দিয়েছিলেন ৩১ বছর বয়সী এই উইকেট রক্ষক ব্যাটসম্যান। জিম্বাবুয়ের হয়ে টেইলর ২৩টি টেস্ট খেলেছেন। ৩৪.৭২ গড়ে তার রান ১৪৯৩। ওয়ানডেতে ১৬৭ ম্যাচ খেলে ৩৪.৮২ গড়ে ৫২৫৮ রান করেছেন এই ডানহাতি ব্যাটসম্যান। ৩২টি ফিফটির পাশে আছে ৮টি সেঞ্চুরি।