বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

অ্যাশেজের প্রথম টেস্টে দাপুটে জয় অস্ট্রেলিয়ার !

নিউজ ডেস্ক:

ব্রিজবেনের গাব্বা স্টেডিয়ামে ঐতিহ্যবাহী অ্যাশেজ সিরিজের প্রথম টেস্টে সফরকারী ইংল্যান্ডকে ১০ উইকেটে হারিয়ে পাঁচ ম্যাচ সিরিজে ১-০ তে এগিয়ে গেল অস্ট্রেলিয়া।

দুই ওপেনারের ব্যাটে ভর করে টেস্টের চতুর্থ দিনই জয়ের সুবাস পেয়ে গিয়েছিল স্বাগতিক অস্ট্রেলিয়া।
পঞ্চম দিনে বাকি কাজটা ঠিক ভাবেই করলেন দুই অজি ওপেনার ওয়ার্নার ও বেনক্রফট। শেষ দিনে কোন অঘটন না ঘটতে দিয়ে বেনক্রফট ৮২ এবং ওয়ার্নার ৮৭ রানে অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন।

ইংল্যান্ড তাদের নিজেদের প্রথম ইনিংসে করে ৩০২ রান। এরপর অজি অধিনায়ক স্মিথের দুর্দান্ত সেঞ্চুরির ওপর ভর করে অস্ট্রেলিয়া করে ৩২৮ রান। লিড পায় ২৬ রানের।

এরপর অজি বোলারদের সাঁড়াসি আক্রমণের মুখে দিশেহারা হয়ে পড়ে ইংল্যান্ড দ্বিতীয় ইনিংসে অলআউট হয় ১৯৫ রানে। সর্বোচ্চ ৫১ রান করেন অধিনায়ক জো রুট। এছাড়া ৪২ রান করেন জনি বেয়ারেস্ট এবং ৪০ রানে আউট হন মঈন আলি।

ইংল্যান্ডের দেওয়া ১৭০ রানের জবাবে অজি দুই ওপেনার ক্যামেরন বেনক্রফট এবং ডেভিড ওয়ার্নারের দাপুটে ব্যাটিংয়ে পঞ্চম দিনের প্রথম সেশনেই জয়ের স্বাদ পায় অস্ট্রেলিয়া।

Similar Articles

Advertismentspot_img

Most Popular