বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

অ্যান্ড্রু টাইয়ের আইপিএল অভিযান শেষ !

নিউজ ডেস্ক:

দশম আইপিএলের আসরে আর খেলা হবে না গুজরাত লায়ন্সের পেসার অ্যান্ড্রু টাইয়ের। অজি এই বোলার শনিবার মুম্বাইয়ের বিরুদ্ধে ফিল্ডিং করার সময় কাঁধে চোট পেয়েছিলেন।

তৎক্ষনাৎ তাকে স্ট্রেচারে করে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়। এরপর হাসপাতালে টাইয়ের চোট পরীক্ষা করে জানা গেছে যে, তার কাঁধের হাড় সরে গিয়েছে। ফলে এবারের মতো তার আইপিএল অভিযান শেষ হয়ে গেল।

নিজের চোটের প্রসঙ্গে টাই বলেন, “সকেট থেকে কাঁধের হাড় সরে এসেছে। এখনও বুঝতে পারছি না চোট কতটা গুরুতর৷ আমি আগামী এক দু’দিনের মধ্যেই দেশে ফিরে যাব। ওখানেই চিকিৎসা চলবে৷ আশা করি তাড়াতাড়ি মাঠে ফিরতে পারব। দুর্ভাগ্যবশত আমার আইপিএল শেষ হয়ে গেল৷ গুজরাত লায়ন্সের অভাব বোধ করব। ’’

এখন দেখার রায়নার দলে কোন পরিবর্ত খেলোয়াড় আসেন।

Similar Articles

Advertismentspot_img

Most Popular