নিউজ ডেস্ক:
২০১৯ সালের পরে অস্ট্রেলিয়ার সাথে আর চুক্তি নবায়ন না করার সিদ্ধান্ত নিয়েছেন কোচ ড্যারেন লেহম্যান। ফক্স স্পোর্টসকে দেয়া এক সাক্ষাতকারে সাবেক এই টেস্ট খেলোয়াড় নিজের ইচ্ছার কথা জানিয়েছেন। ওই বছরই অস্ট্রেলিয়া জাতীয় দলের সাথে তার বর্তমান চুক্তির মেয়াদ শেষ হচ্ছে।
২০১৯ সালের ইংলিশ মৌসুমের প্রথম ভাগে বিশ্বকাপ শিরোপা ধরে রাখার মিশনে মাঠে নামবে অস্ট্রেলিয়া। এর পরপরই রয়েছে অ্যাশেজ টেস্ট সিরিজ। কিন্তু নিজের ভবিষ্যৎ সম্পর্কে মন্তব্য করতে গিয়ে লেহম্যান বলেছেন, ‘আমি এখানেই শেষ করতে চাই। এখানে আমি অনেক সময় কাটিয়েছি।’
২০১৩ সালে অ্যাশেজ সিরিজের আগে বরখাস্ত কোচ মিকি আর্থারের স্থলাভিষিক্ত হয়েছিলেন লেহম্যান। ভারতের বিপক্ষে হতাশাজনক সফরের জের ধরেই আর্থারকে ওই সময় বরখাস্ত করা হয়েছিল। লেহম্যানের অধীনে অস্ট্রেলিয়া এ পর্যন্ত ঘরের মাঠে দুটি অ্যাশেজ সিরিজ জিতেছে ও ইংল্যান্ডে একটিতে পরাজিত হয়েছে। এছাড়াও ২০১৫ সালের বিশ্বকাপ শিরোপা ঘরে তুলে অস্ট্রেলিয়া।
লেহম্যান বলেন, সত্যিকার অর্থেই অস্ট্রেলিয়ার সাথে দায়িত্বটা আমি দারুণভাবে উপভোগ করেছি। এই কাজটাকে ভালবেসেছি। শুরু থেকেই চেষ্টা করেছি দলের প্রয়োজনে যা করা দরকার সেটা বের করে নিয়ে আসা।
পশ্চিম অস্ট্রেলিয়া ও পার্থ স্কোরচার্সের হয়ে দুর্দান্তভাবে দায়িত্ব পালন করা সাবেক টেস্ট ওপেনার জাস্টিন ল্যাঙ্গারই লেহম্যানের পরিবর্তে অস্ট্রেলিয়া দলের দায়িত্ব নিতে বেশ খানিকটা এগিয়ে রয়েছেন বলে ইঙ্গিত পাওয়া গেছে।