বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

অস্ট্রেলিয়াকে হারিয়ে শুভ সূচনা জার্মানির !

নিউজ ডেস্ক:

রাশিয়ায় ‘মহড়া’ টুর্নামেন্ট কনফেডারেশন্স কাপে শুভ সূচনা করেছে বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি। তারা ৩-২ গোলে এশিয়ার চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে হারিয়েছে।

সোচিতে সোমবার লারস স্টিনডলের গোলে পঞ্চম মিনিটেই এগিয়ে যায় ইউরোপের দলটি। ৪১তম মিনিটে সমতা ফিরে অস্ট্রেলিয়া। টম রজিচের শট জার্মান গোলরক্ষকের শরীরের নিচ দিয়ে জালে জড়ায়। ৪৫তম মিনিটে পেনাল্টি থেকে জার্মানিকে এগিয়ে নেন জুলিয়ান ড্রাক্সলার। ৪৮তম মিনিটে ব্যবধান আরও বাড়ান লিওন গোরেতসকা।

জার্মান গোলরক্ষকের আরেকটি ব্যর্থতায় ৫৬তম মিনিটে ব্যবধান কমান টমি জুরিচ। বার্নাড লেনোর হাত ফস্কে তৈরি হওয়া সুযোগ কাজে লাগাতে কোনো ভুল করেননি তিনি।

৭৫তম মিনিটে সান্দ্রো ওয়াগনারের শট পোস্টে লেগে ফিরলে ব্যবধান বাড়ানোর সুযোগ হাতছাড়া হয় জার্মানির। এরপর আর পরিষ্কার সুযোগ খুব একটা তৈরি করতে পারেনি তারা।

কনফেডারেশন্স কাপে সব মিলিয়ে টানা চতুর্থ হার নিয়ে মাঠ ছাড়ে অস্ট্রেলিয়া।

Similar Articles

Advertismentspot_img

Most Popular