নিউজ ডেস্ক:
নেইমারবিহীন বার্সেলোনা শুরুটা ভালো হয়নি। রবিবার রাতে রিয়াল মাদ্রিদের কাছে ধরাশায়ী হয়েছে মেসি-সুয়ারেজরা।
তবে বার্সা থেকে পিএসজিতে যোগ দেওয়া নেইমারের অভিষেকটা হয়েছে যথেষ্ট উজ্জ্বল। প্রথম ম্যাচে জাদু দেখিয়ে দলকে ৩-০ গোলে জিতিয়েছেন ব্রাজিলিয়ান তারকা। নিজে একটি গোল করার পাশাপাশি সতীর্থকে দিয়েও করিয়েছেন আরেকটি গোল। এতে ফ্রান্স লিগ ওয়ানে টানা দ্বিতীয় ম্যাচে জয় পেয়েছে পিএসজি।
রবিবার রাতে ফ্রান্সের ওয়ানের দল গ্যাঁগোঁর মাঠেই স্বাগতিকদের হারিয়েছে পিএসজি। শুরু থেকে একচেটিয়া আক্রমণ করে যাওয়া পিএসজি জিতলেও গোল পেতে বেশ বেগ পেতে হয়েছে নেইমারদের। ম্যাচের সব গোলই হয়েছে বিরতির পর। প্রথম গোলটি আত্মঘাতী হওয়ায় সেই গোলের নামের পাশে পিএসজির কোনো খেলোয়াড়ের নাম নেই। এডিসন কাভানি করেন দ্বিতীয় গোল। আর তিন নম্বর গোলে জয় নিশ্চিত করেন নেইমার।
দ্বিতীয়ার্ধের সপ্তম মিনিটে প্রতিপক্ষে আত্মঘাতী গোলে এগিয়ে যায় পিএসজি। পরে ৬২তম মিনিটে নেইমারের লম্বা রক্ষণচেরা পাস নিয়ন্ত্রণে নিয়ে নিচু শটে গোলরক্ষককে পরাস্ত করেন গত মৌসুমে দলের সর্বোচ্চ গোলদাতা কাভানি। আর এর ২০ মিনিট পর কাভানির কাছ থেকে বল পেয়ে ম্যাচের জয় নিশ্চিত করেন বার্সা থেকে ইতিহাস গড়ে পিএসজিতে যোগ দেওয়া নেইমার।