নিউজ ডেস্ক:
পাকিস্তানের ব্যাটিং গ্রেট ইনজামাম-উল-হকের ভাতিজা ইমাম-উল-হক ক্রিকেট ক্যারিয়ারের প্রথম একদিনের আন্তর্জাতিক ম্যাচ (ওডিআই) খেলতে নেমেই সেঞ্চুরি হাঁকিয়েছেন। মূলত তার সেঞ্চুরিতে ভর করে শ্রীলঙ্কার বিপক্ষে চলমান পাঁচ ম্যাচ সিরিজ জিতে (৩-০) নিলো পাকিস্তান।
২১ বছর বয়সী বামহাতি ইমাম-উল-হক তার ইনিংসে পাঁচটি চারের পাশাপাশি দু’টি ওভার বাউন্ডারিও মারেন। যদিও ৮৯ রানে উইকেটরক্ষকের তালুবন্দি হন ইমাম। তবে টিভি আম্পায়ারের ফুটেজে বিষয়টি পরিষ্কার হয়, উইকেটরক্ষকের হাতে পৌঁছানোর আগে বল মাটি স্পর্শ করে। পরে একশ’ রান করার পরপরই তিনি সাজঘরে ফেরেন।
উল্লেখ্য, ইমাম-উল-হকের আগে ১৯৯৫ সালে এই শ্রীলঙ্কার বিপক্ষে ওডিআই অভিষেকে সেঞ্চুরি হাঁকানো একমাত্র পাকিস্তানি ছিলেন সেলিম এলাহী।