বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

অপ্রতিরোধ্য নেইমার-এমবাপের পিএসজি !

নিউজ ডেস্ক:

আবারও প্রতিপক্ষকে গোল বন্যায় ভাসিয়ে দিয়েছে পিএসজি। ফ্রান্সের এই জায়েন্ট ক্লাবটির হয়ে অভিষেকেই গোল পেলেন কিলিয়ান এমবাপে।
সেই সাথে নেইমারের পাশাপাশি উজ্জ্বল ছিলেন এডিসন কাভানিও। ওয়ানে মেসকে তাদের মাঠেই ৫-১ গোলে বিধ্বস্ত করেছের তারা।

শুক্রবার রাতে লিগ ওয়ানের ম্যাচে একচেটিয়ে প্রাধান্য ছিলো পিএসজি’র। ৩১ মিনিটে নেইমারের ডিফেন্সচেরা পাস পেয়ে প্রথম গোল করেন উরুগুয়াইন কাভানি। মিনিট ছয়েক পরআচমকা গোলে সমতায় ফেরে স্বাগতিকরা। দ্বিতীয়ার্ধ্বের শুরুতেই লাল কার্ডে দেখে বের হয়ে যান আসু একাতো। এরপর দশজনরের দল নিয়ে পিএসজির সামনে আর দাঁড়াতেই পারেনি ওয়ানে মেসকে। ৫৯ মিনিটে অভিষিক্ত এমবাপে গোল করে এগিয়ে দেন দলকে। ১০ মিনিট পর ব্যবধান বাড়িয়ে নেন নেইমার। ৭৫ মিনিটে কাভানি পেয়ে যান আরেক গোল। আর পিএসজির হয়ে শেষ গোলটা আসে মাউরার পা থেকে।

Similar Articles

Advertismentspot_img

Most Popular