শিরোনাম :
Logo গম আমদানির লক্ষ্যে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর Logo জুলাই শহীদদের স্মরণে ঝিনাইদহে কৃষকদলের বৃক্ষরোপণ Logo আওয়ামী লীগ সরকারের মন্ত্রী, উপদেষ্টা ও সংসদ সদস্যসহ ৪৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ১৫ অক্টোবর Logo বিষাক্ত মদ খেয়ে খুলনায় ৫ জনের মৃত্যুর Logo কারফিউ শেষে গোপালগঞ্জে ১৪৪ ধারা জারি Logo দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হওয়ার সম্ভাবনা Logo বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে টেক্সটাইল শিক্ষার্থীর মৃত্যু Logo ইবি শিক্ষার্থী সাজিদের মৃত্যু: তথ্য চেয়ে তদন্ত কমিটির গণবিজ্ঞপ্তি প্রকাশ Logo আবারও মুজিববাদী-ভারতপন্থি শক্তি সক্রিয় হচ্ছে : সারজিস আলম Logo কমেছে কাঁচা মরিচের দাম,মুরগির দাম বাড়তি

বিশ্ব মানবাধিকার দিবস আজ

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ১০:০৫:২৫ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪
  • ৭২০ বার পড়া হয়েছে

আজ ১০ ডিসেম্বর, বিশ্বব্যাপী পালিত হচ্ছে মানবাধিকার দিবস। ১৯৪৮ সালের এই দিনে জাতিসংঘের সাধারণ পরিষদ মানবাধিকার সুরক্ষা ও উন্নয়নের লক্ষ্যে মানবাধিকারের সর্বজনীন ঘোষণাপত্র গৃহীত করে। এ বছরের প্রতিপাদ্য—‘আমাদের অধিকার, আমাদের ভবিষ্যৎ এখনই’। বাংলাদেশসহ সারা বিশ্বে নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি উদযাপিত হচ্ছে।

বাংলাদেশে মানবাধিকার সুরক্ষায় ২০০৯ সালে প্রতিষ্ঠিত হয় জাতীয় মানবাধিকার কমিশন। দিবসটি উপলক্ষে দেশে বিভিন্ন মানবাধিকার সংগঠন মানববন্ধন, আলোচনা সভা এবং মতবিনিময়সহ নানা কর্মসূচি গ্রহণ করেছে।

মানবাধিকার সংগঠন অধিকারের তথ্য অনুযায়ী, ২০০৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত দেশে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন ২ হাজার ৬৯৯ জন। এ সময় গুম হয়েছেন ৬৭৭ জন এবং কারাগারে মৃত্যুবরণ করেছেন ১ হাজার ৪৮ জন। এসব ঘটনার মধ্যে ক্রসফায়ার, নির্যাতনে হত্যা, রাজনৈতিক কর্মীদের গুম এবং গ্রেফতারের ভয় দেখিয়ে অর্থ আদায়ের মতো ঘটনাও রয়েছে।

জাতিসংঘের মানবাধিকার কমিশনের তথ্যমতে, বৈষম্য, রাজনৈতিক দমন-পীড়ন, মতপ্রকাশের স্বাধীনতা খর্ব করা, এবং অর্থনৈতিক-সামাজিক বৈষম্য মানবাধিকার লঙ্ঘনের প্রধান কারণ।

জাতিসংঘের ঘোষণাপত্রে উল্লেখ করা হয়েছে, মানবাধিকার জন্মগত, সর্বজনীন এবং সবার জন্য সমান। এর মধ্যে রয়েছে স্বাধীনতা, ন্যায়বিচার, মতপ্রকাশের অধিকার, শিক্ষা ও স্বাস্থ্যসেবার সমতা, নিরাপদ জীবনযাপন, এবং সামাজিক নিরাপত্তার অধিকার।

জাতীয় মানবাধিকার কমিশন দিবসটি উপলক্ষে বিভিন্ন সুপারিশ পেশ করে। কমিশন জেলা পর্যায়ে মতবিনিময় ও কার্যক্রম পরিচালনার মাধ্যমে মানবাধিকার সুরক্ষায় কাজ করে। তবে বিশেষজ্ঞরা মনে করেন, মানবাধিকার রক্ষায় কেবল ঘোষণা নয়, প্রয়োজন কার্যকর আইনি ও সামাজিক উদ্যোগ।বিশ্ব মানবাধিকার দিবস স্মরণ করিয়ে দেয় যে, একটি মানবিক সমাজ গড়ে তুলতে সকলের জন্য অধিকার নিশ্চিত করাই ভবিষ্যৎ সুরক্ষার প্রধান ভিত্তি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

গম আমদানির লক্ষ্যে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

বিশ্ব মানবাধিকার দিবস আজ

আপডেট সময় : ১০:০৫:২৫ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪

আজ ১০ ডিসেম্বর, বিশ্বব্যাপী পালিত হচ্ছে মানবাধিকার দিবস। ১৯৪৮ সালের এই দিনে জাতিসংঘের সাধারণ পরিষদ মানবাধিকার সুরক্ষা ও উন্নয়নের লক্ষ্যে মানবাধিকারের সর্বজনীন ঘোষণাপত্র গৃহীত করে। এ বছরের প্রতিপাদ্য—‘আমাদের অধিকার, আমাদের ভবিষ্যৎ এখনই’। বাংলাদেশসহ সারা বিশ্বে নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি উদযাপিত হচ্ছে।

বাংলাদেশে মানবাধিকার সুরক্ষায় ২০০৯ সালে প্রতিষ্ঠিত হয় জাতীয় মানবাধিকার কমিশন। দিবসটি উপলক্ষে দেশে বিভিন্ন মানবাধিকার সংগঠন মানববন্ধন, আলোচনা সভা এবং মতবিনিময়সহ নানা কর্মসূচি গ্রহণ করেছে।

মানবাধিকার সংগঠন অধিকারের তথ্য অনুযায়ী, ২০০৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত দেশে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন ২ হাজার ৬৯৯ জন। এ সময় গুম হয়েছেন ৬৭৭ জন এবং কারাগারে মৃত্যুবরণ করেছেন ১ হাজার ৪৮ জন। এসব ঘটনার মধ্যে ক্রসফায়ার, নির্যাতনে হত্যা, রাজনৈতিক কর্মীদের গুম এবং গ্রেফতারের ভয় দেখিয়ে অর্থ আদায়ের মতো ঘটনাও রয়েছে।

জাতিসংঘের মানবাধিকার কমিশনের তথ্যমতে, বৈষম্য, রাজনৈতিক দমন-পীড়ন, মতপ্রকাশের স্বাধীনতা খর্ব করা, এবং অর্থনৈতিক-সামাজিক বৈষম্য মানবাধিকার লঙ্ঘনের প্রধান কারণ।

জাতিসংঘের ঘোষণাপত্রে উল্লেখ করা হয়েছে, মানবাধিকার জন্মগত, সর্বজনীন এবং সবার জন্য সমান। এর মধ্যে রয়েছে স্বাধীনতা, ন্যায়বিচার, মতপ্রকাশের অধিকার, শিক্ষা ও স্বাস্থ্যসেবার সমতা, নিরাপদ জীবনযাপন, এবং সামাজিক নিরাপত্তার অধিকার।

জাতীয় মানবাধিকার কমিশন দিবসটি উপলক্ষে বিভিন্ন সুপারিশ পেশ করে। কমিশন জেলা পর্যায়ে মতবিনিময় ও কার্যক্রম পরিচালনার মাধ্যমে মানবাধিকার সুরক্ষায় কাজ করে। তবে বিশেষজ্ঞরা মনে করেন, মানবাধিকার রক্ষায় কেবল ঘোষণা নয়, প্রয়োজন কার্যকর আইনি ও সামাজিক উদ্যোগ।বিশ্ব মানবাধিকার দিবস স্মরণ করিয়ে দেয় যে, একটি মানবিক সমাজ গড়ে তুলতে সকলের জন্য অধিকার নিশ্চিত করাই ভবিষ্যৎ সুরক্ষার প্রধান ভিত্তি।