গাইবান্ধা জেলা প্রতিনিধি-
জাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পিকার সদ্য প্রয়াত মো. ফজলে রাব্বী মিয়ার
গাইবান্ধা-৫(সাঘাটা- ফুলছড়ি) আসনে উপ-নির্বাচনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশার দৌড়ে একই পরিবারে চাচি ভাতিজির লড়াই জমে উঠেছে। বিষয়টি সাঘাটা-ফুলছড়িতে একদিকে চমক সৃষ্টি করে চলছে জনমনে আলোচনা সমালোচনা।
ফজলে রাব্বী মিয়া বেচে থাকা অবস্থায় নিজের ছোট ভাই বোনারপাড়া সরকারি কালেজের অধ্যক্ষ ফরহাদ রাব্বীর স্ত্রী লুদমিলা পারভীন ছন্দা রাব্বী বহুদিন যাবৎ মহিলা আওয়ামীলীগের রাজনীতিতে সক্রিয় আছেন বর্তমানে তিনি গাইবান্ধা জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি পদে আছেন। এবং আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী হিসেবে প্রার্থী হিসেবে ঘোষনা করেছেন।
ফজলে রাব্বী মিয়ার ছোট মেয়ে ফারজানা রাব্বী বুবলী ও আসনটিতে মনোনয়ন প্রত্যাশী। গত কয়েক মাস আগে ফুলছড়ি উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ার মাধ্যমে রাজনীতির মাঠে অংশগ্রহন করেন। তার স্বামী বিচারপতি খুরশীদ আলম সরকার। মেয়ে হিসেবে বাবার উত্তরাধিকার দাবি এবং বাবার আসনটি ধরে রাখার জন্য নিরলসভাবে প্রচারনায় চালিয়ে যাচ্ছে। একই পরিবার থেকে দুজনের প্রার্থিতার বিষয়ে জানতে চাইলে ছন্দা রাব্বী বলেন, ‘আমরা দুজনেই নমিনেশন ফর্ম নেব। সেক্ষেত্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের যাকে ভালো মনে করবেন, তাকেই দেবেন।
আপর দিকে এই আসনটিতে সাবেক ছাত্রলীগ সভাপতি মাহমুদ হাসান রিপন মনোনয়ন প্রত্যাশী তিনি আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সহ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি নির্বাচনী এলাকায় ও বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে সক্রিয় ভূমিকা পালন করেন।
এছাড়াও আসনটিতে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী ফুলছড়ি উপজেলা চেয়াম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি জি এম সেলিম পারভেজ, অবিভক্ত বাংলার কৃষি মন্ত্রী আহম্মেদ হোসেন উকিলের নাতি ও সাঘাটা উপজেলা আওয়ামীলীগের সহঃ সম্পাদক মাহবুবুর রহমান নিটল এবং যুবলীগ নেতা শুশীল চন্দ্র সরকার, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক উপ-সম্পাদক ও মুক্তিযুদ্ধ মঞ্চের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আল মামুন, যুবলীগ নেতা সুশীল চন্দ্র সরকার।
এছাড়া জেলা বিএনপির সহসভাপতি ফারুক আলম সরকার ও সাঘাটা উপজেলা জাতীয় পার্টির সভাপতি এ এইচ এম গোলাম শহীদ রঞ্জুর নামও শোনা যাচ্ছে। সব মিলিয়ে আসনটিতে আওয়ামীলীগের ৭ জন মনোনয়ন প্রত্যাশী। আসনটি আওয়ামী লীগের কাছে কৌশলগত কারণে গুরুত্বপূর্ণ। এখানে এক সময় জাতীয় পার্টির প্রভাব ছিল।
উল্লেখ্য যুক্তরাষ্ট্রের মাউন্ট সাইন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ২২ জুলাই মৃত্যুবরণ করেন ফজলে রাব্বী মিয়া। এরপর ২৪ জুলাই জাতীয় সংসদ সচিবালয় থেকে আসনটি শূন্য ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করা হয়। কোনো সংসদীয় আসন শূন্য ঘোষিত হলে ৯০ দিনের মধ্যে উপ-নির্বাচনের কথা সংবিধানে উল্লেখ রয়েছে।