শুক্রবার, ফেব্রুয়ারি ১৪, ২০২৫
শুক্রবার, ফেব্রুয়ারি ১৪, ২০২৫

৫ মাদক ব্যবসায়ী আটক ইয়াবা, ফেন্সিডিল ও মদসহ

নিউজ ডেস্ক: রাজশাহীর গোদাগাড়ী, পুঠিয়া ও বড়াইগ্রামে পৃথক অভিযান চালিয়ে ইয়াবা, ফেন্সিডিল ও বিদেশী মদসহ ৫ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৫। র‌্যাব জানায়, র‌্যাব-৫ রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল বড়াইগ্রাম থানাধীন আহেম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের তিন মাদক ব্যবসায়ীকে আটক করে। আটককৃতরা হলো, বরগুনা জেলার বেগাতি থানার আমতলা গ্রামের মোখছেদের ছেলে মাদক ব্যবসায়ী মিঠুন ফরাজী (২৫), চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানার বালাবাজার এলাকার মৃত শাহজাহানের ছেলে কামাল (৩০) ও বরিশাল জেলার

কাজিরহাট থানার আন্দারীপাড়া এলাকার নাছিরের ছেলে রায়হান হাওলাদার। তাদের কাছ থেকে ৬০২ বোতল ফেন্সিডিল, একটি মিনি ট্রাক, ৭৭ ক্যারেট টমেটো উদ্ধার করা হয়। অপর একটি দল গোদাগাড়ি থানাধীন চাপাল রাজাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী মোমিন (১৮) কে ৮০৫ পিস ইয়াবাসহ আটক করে। এদিকে, অপর একটি দল পুঠিয়া থানাধীন বানেশ্বর পূর্বপাড়া এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী শহিদুল ইসলাম (২৬) কে ১৯ বোতল বিদেশী মদসহ আটক করে। আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় পৃথক পৃথক থানায় মামলা দায়ের করা হয়েছে।

Similar Articles

Advertismentspot_img

Most Popular