চাঁদপুরের কচুয়া উপজেলা ও পৌরসভা শাখার বার্ষিক পরিকল্পনা ওরিয়েন্টেশন প্রোগ্রাম ২০২৫ সম্পন্ন হয়েছে। উপজেলার বিশ্বরোডে জমজম হোটেলে ১৪ ফেব্রুয়ারি শুক্রবার দিনব্যাপী এ ওরিয়েন্টশন প্রোগ্রামে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর জেলা শাখার নায়েবে আমীর এডভোকেট মাসুদুল ইসলাম বুলবুল।
এসময় তিনি বলেন, ভোটের সময় ভোট কিনতে চাইনা, মানুষের হৃদয় জয় করে আগামী নির্বাচনে জয়লাভ করতে চাই। তিনি আরো বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে দ্বীন বিজয়ের নির্বাচন।
উপজেলা জামায়াতের আমীর এডভোকেট আবু তাহের মেজবাহের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা মোহাম্মদ আলী সিদ্দিকি’র পরিচালনায় অনুষ্ঠিত ওরিয়েন্টেশন প্রোগ্রামে বিশেষ অতিথির বক্তব্য রাখেন,বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর জেলা শাখার কর্ম পরিষদের সদস্য অধ্যাপক মো: শাহ আলম, বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরি’র কুমিল্লা বিশ্ববিদ্যালয় থানা শাখার আমীর কচুয়ার কৃতি সন্তান মো: শাহাদাত হোসাইন, কচুয়া উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাস্টার মো: সিরাজুল ইসলাম, অধ্যক্ষ মো: জাকিরুল্লাহ শাজুলী প্রমুখ।