বায়েজীদ (গাইবান্ধা জেলা প্রতিনিধি) :
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সাহেবগঞ্জ বাগদা ফার্ম এলাকায় আকস্মিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায় উপজেলার বাগদা বাজার হতে প্রায় দুই কিলোমিটার দক্ষিণে গোবিন্দগঞ্জ-দিনাজপুর আঞ্চলিক মহাসড়কের চারা বটগাছ নামক স্থানে সোমবার(৯-নভেম্বর) বিকাল সাড়ে তিনটায় হঠাৎ আগুনের লেলিহান শীখা ও কালো ধোঁয়া দেখতে পায় স্থানীয়রা।রাস্তার পাশে আগুনের লেলিহান শিখা জ্বলতে থাকায় সড়কটিতে ঘন্টাব্যাপী যান চলাচল বন্ধ হয়ে সড়কের দুপাশে দু শতাধিক যানবাহন আটকে পরে ।
এরপর স্থানীয়রা এগিয়ে গিয়ে গোবিন্দগঞ্জ ফায়ার ষ্টেশনে খবর দেয়।খবর পেয়ে ফায়ার স্টেশনের দমকল ইউনিটের একটি টিম ঘটনা স্থলে গিয়ে পানি মেরে আগুন নিয়ন্ত্রণে আনে।
স্থানীয়রা বলেন,কয়েকদিন আগে কে বা কাহারা ঐ স্থানে মবিল ও তৈল জাতীয় দাহ্য পদার্থ ফেলে যায় যারফলে কয়েকদিন যাবৎ ওই এলাকায় তীব্র গন্ধ পাওয়া যাচ্ছিল।ঐ দাহ্য পদার্থেই আজকে আগুন জ্বলতে দেখে স্থানীয়রা।তবে কে বা কাহার এ আগুন জ্বালিয়ে দিয়েছে তা কেউ বলতে পারেনি।
এ বিষয়ে গোবিন্দগঞ্জ ফায়ার ষ্টেশন অফিসার আরিফ আনোয়ার বলেন খবর পেয়ে দমকলের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার পূর্বেই আগুন নিয়ন্ত্রণে আনে।তিনি বলেন অগ্নিকান্ডের ঐ স্থানটি ফাঁকা থাকায় এ অগ্নিকান্ডে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি।