আলমডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে বিএনপির বিজয় দিবস উদ্যাপন, আলোচনা সভায় বিএনপি নেতা শরীফ
বিএনপিতে সিন্ডিকেটের কোনো রাজনীতি ছিল না, আগামীতেও থাকবে না
নিউজ ডেস্ক:হাজার হাজার নেতা-কর্মীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বর্ণাঢ্য আয়োজনে মহান বিজয় দিবস উদ্যাপন করেছে আলমডাঙ্গা উপজেলা ও পৌর বিএনপি। এ উপলক্ষে গত সোমবার বর্ণাঢ্য বিজয় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ দিন বেলা ১১টায় আলমডাঙ্গা ফায়ার সার্ভিস-সংলগ্ন চাতাল থেকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা-১ আসনে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য শরীফুজ্জামান শরীফের নেতৃত্বে এক বর্ণাঢ্য বিজয় র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে বিএনপি। পরে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল জব্বার বাবলুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য শরীফুজ্জামান শরীফ। প্রধান অতিথির বক্তব্যে বিএনপির নেতা শরীফুজ্জামান শরীফ বলেন, ‘বিজয়ের ৪৯ বছরেও বাংলাদেশ পরাধীনতার শৃঙ্খলে বন্দী। প্রথম বাংলাদেশ গান গাইতে গাইতে শহীদ জিয়া বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন। শেষ বাংলাদেশ বলতে বলতে তিনি চট্টগ্রাম সার্কিট হাউসে শাহাদত বরণ করেছেন। এক সাগর রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা আজ বিপন্ন। স্বাধীনতার মূল চেতনা, গণতন্ত্র আজ হুমকির সম্মুখীন। গণতন্ত্রের নেত্রী বেগম খালেদা জিয়া আজ কারারুদ্ধ। গণতন্ত্রকামী মানুষ তাঁর নিঃশর্ত মুক্তি চায়। এসময় তিনি নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে কারারুদ্ধ নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলনে মাঠে থাকতে হবে। বিএনপিতে সিন্ডিকেটের কোনো রাজনীতি ছিল না, আগামীতেও থাকবে না। কারণ অতীতে যারা সিন্ডিকেটের রাজনীতি করেছেন, তাদের আজ খুঁজে পাওয়া যায় না। তাই আসুন সকলে ঐক্যবদ্ধ হয়ে গণতন্ত্রে মা বেগম জিয়াকে মুক্ত করি।’ সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য ও পৌর কাউন্সিলর সিরাজুল ইসলাম মনি, আবু বক্কর সিদ্দীক আবু, আলমডাঙ্গা পৌর বিএনপির সভাপতি আনিছুর রহমান, সাধারণ সম্পাদক আজিজুর রহমান পিণ্টু, সাংগঠনিক সম্পাদক ইলিয়াছ আহম্মেদ সিদ্দিকী, সহসাংগাঠনিক সম্পাদক কামরুজ্জামান বকুল ও মো. রফিকুল ইসলাম। এ ছাড়াও উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সভাপতি ও ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম রোকন, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম বিল্পব, সাবেক চেয়ারম্যান তবারক হোসেন, শেরেগুল ইসলাম, হাফিজুর রহমান চমক, জিল্লুর রহমান ওল্টু, রহিদুল ইসলাম, খাইরুল ইসলাম, গোলাম হোসেন, জাহিদ হাসান শুভ, দেলোয়ার হোসেন ঝণ্টু, মনির হোসেন, নাসির উদ্দিন, শরিফুল ইসলাম, হাফিজুর রহমান, আইনাল হক, হারুণ-অর রশিদ, আলম শাহ, মামুনার রশিদ, আমজাদ হোসেন, ঝণ্টু মালিথা, রফিকুল ইসলাম, মাহাবুল মেম্বার, নুরুল ইসলাম, ফরহাদ হোসেন, ছিটু, প্রিন্স, ইবাদুল মেম্বার, রাজাবুল, ডা. সাইদ, মিজানুর রহমান, মোশাররফ হোসেন, ঝণ্টুসহ যুবদল, স্বেচ্ছাসেক দল, ছাত্রদলের নেতা-কর্মীরা।