আদালত পরিচালনার প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা বিএনপির মানববন্ধন
নিউজ ডেস্ক: বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে অসাংবিধানিকভাবে কারাগারে আদালত পরিচালনার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে চুয়াডাঙ্গা জেলা বিএনপি। গতকাল সোমবার সকাল ১১টায় চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সামনে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য শরীফুজ্জামান শরীফের নির্দেশনায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গা পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাবলুর সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও পৌর কাউন্সিলর সিরাজুল ইসলাম মনি।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন- সাবেক প্রধানমন্ত্রী বাংলাদেশের আস্থার প্রতীক বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে আজ অন্যায়ভাবে কারাগারে বন্দি করে তাকে হত্যার চেষ্টা করছে। তিনি গুরুতর অসুস্থ হওয়া সত্ত্বেও তার চিকিৎসার কোনো ব্যবস্থা করছে না। আজ বাংলাদেশের মানুষ চরম নিরাপত্তাহীনতায় আছে। সকল গণতান্ত্রিক অধিকার হরণ করেছে বর্তমান বিনা ভোটের সরকার। অনতিবিলম্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তি দিয়ে বাংলাদেশে নিরপেক্ষ সরকারের অধীনে ভোট দেওয়ার দাবি করেন।
জেলা জাসাস’র সাধারণ সম্পাদক মো. সেলিমুল হাবীব সেলিমের পরিচালনায় আরো বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম পিটু। এসময় উপস্থিত ছিলেন সদর থানা বিএনপির প্রচার সম্পাদক মুন্সি আলাউদ্দীন, জাতীয়তাবাদী মহিলা দল নেত্রী ও পৌর কাউন্সিলর শেফালী খাতুন, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, জেলা যুবদল নেতা মনিরুজ্জামান লিপ্টন, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি হাবিবুর রহমান সাদিদ, পৌর বিএনপির সহ-সভাপতি হাফিজুল ইসলাম মুক্ত,পৌর বিএনপির সহ-সভাপতি আব্দুল গনি, ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি মনোয়ার হোসেন, আব্দুল হান্নান, মহসিন মেম্বার, সানোয়ার মেম্বার, কলম আলী, বাবলুর রহমান, জেলা তরুণ দলের আহবায়ক মাবুদ সরদার, রুবেল হাসান, মো. তুহিন, রাজিব হাসান, আবু বক্কর সিদ্দিক হিরো, রনি ইসলাম, শাহাজামাল, রফিক, আকতারুজ্জামান, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আমান উল্লাহ আমান, শাহেদ সিদ্দিকী সোহেল, আরমান, রুবেল, সিজান প্রমূখ।
অপরদিকে, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও সুচিকিৎসার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে চুয়াডাঙ্গা জেলা বিএনপি। গতকাল সোমবার সকাল ১১টায় জেলা বিএনপির কার্যালয়ের সামনে এ মানবন্ধন কর্মসূচি পালিত হয়। জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও জেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি এম. জেনারেল ইসলামের সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক এ্যাড. ওয়াহেদুজ্জামান বুলা। পৌর বিএনপরি সভাপতি ও জেলা বিএনপির সদস্য শহিদুল ইসলাম রতনের উপস্থাপনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা সদর উপজেলা বিএনপির সভাপতি ও জেলা বিএনপির সদস্য এ্যাড. শামীম রেজা ডালিম, চুয়াডাঙ্গা সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সদস্য আবু জাফর মন্টু, চুয়াডাঙ্গা সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি মনিরুজ্জামান মনি। এছাড়াও উপস্থিত ছিলেন পৌর বিএনপি নেতা রবিউল ইসলাম লিটন, জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি আশরাফ বিশ্বাস মিল্টু, যুবদল নেতা মকলেছুজ্জামান মকলেছ, আরিফুজ্জামান পিন্টু, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এম. এ. তালহা, যুগ্ম-সম্পাদক মঞ্জুরুল জাহিদ, জেলা ছাত্রদলের যুগ্ম-সম্পাদক জুয়েল মাহমুদ, সাংগঠনিক সম্পাদক আহসান হাবীব মামুন, মোমিনপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সাহাদত হোসেন মাস্টার, ইউনিয়ন বিএনপির নেতা আয়নাল হোসেন, রুবেল হোসেন, যুবদল নেতা সাইফুল ইসলাম সুমন, আজাদুর রহমান, ইলিয়াস হোসেন, জেলা ওলামা দলের সভাপতি ফজলুর রহমান, ওলামা দলের নেতা শরিফ হোসেন, সুমন রশিদ, ছাত্রনেতা মতিউর রহমান মিশর, মোস্তফা, রানা হামিদ, সাদ্দাম হোসেন প্রমূখ। মানববন্ধনে বক্তারা বলেন, সরকার তিনবারের নির্বাচিত সাবেক প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা না করে তাঁকে হত্যার উদ্দেশ্যে কারাগারে আটকে রেখেছে। দেশের আপামর জনগণ এই অন্যায়-অবিচার মানবে না। বিএনপি জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলন-সংগ্রামের মাধ্যমে দেশনেত্রীকে কারাগার থেকে মুক্ত করেই আনবে, ইনশাআল্লাহ। বক্তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির পাশাপাশি তাঁর সুচিকিৎসার জোর দাবি জানান।