ঝিনাইদহ জেলা প্রতিনিধি জাহিদুর রহমান তারিকের প্রতিবেদনঃ ঝিনাইদহে উদ্বোধন করা হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের। সোমবার বিকেলে সরকারি বালক বিদ্যালয় মাঠে এ খেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক সরোজ কুমার নাথ। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী ইসলাম এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র আলহাজ সাইদুল করিম মিন্টু, অতিরিক্ত জেলা প্রশাসক বাকাহীদ হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আছাদুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) খোদেজা খাতুন, স্থানীয় সরকারের উপ-পরিচালক সাইফুর রহমান খান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. আব্দুর রশিদ, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম হিরন, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এ্যাড. বিকাশ কুমার ঘোষ। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আশরাফুল আলম। সদর উপজেলা পরিষদের আয়োজনে সোমবার থেকে শুরু হওয়া এ প্রতিযোগিতা চলবে আগামী ১৩ সেপ্টেম্বর পর্যন্ত। এতে সদর উপজেলার ১৭ টি ইউনিয়নের ফুটবল দল অংশগ্রহন করবে। উদ্বোধানী ম্যাচে হরিশংকরপুর ও পোড়াহাটি ইউনিয়ন প্রতিযোগিতা করে। ৭০ মিনিটের খেলা শেষে ট্রাইব্রেকারে পোড়াহাটি ইউনিয়নকে ৩-২ গোলে হারিয়ে জয়লাভ করে হরিশংকরপুর ইউনিয়ন ফুটবল একাদশ। এদিন বিপুল পরিমাণ দর্শক ম্যাচ উপভোগ করতে হাজির হন।