১ থেকে ৭ ডিসেম্বর ২০১৭ পর্যন্ত ১২ রাশির পূর্বাভাস !

0
64

১ থেকে ৭ ডিসেম্বর ২০১৭ পর্যন্ত ১২ রাশির পূর্বাভাস :

মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল) :  শারীরিক ও মানসিকভাবে ভালো বোধ করবেন। কাজে উৎসাহ ও উদ্দীপনা বাড়বে। নতুন কোনো কাজে হাত দিতে পারেন। ব্যক্তিগত দায়দায়িত্ব বাড়বে। পাওনা আদায়ের সম্ভাবনা রয়েছে। সুন্দর ব্যবহারের মাধ্যমে নেতৃত্ব বিকশিত হবে। পারিবারিক কাজে ব্যস্ততা বাড়বে। কারো কারো ক্ষেত্রে ফটকা কারবারে লাভবান হওয়ার যোগ রয়েছে।

বৃষ রাশি (২১ এপ্রিল-২১ মে) : ‍শরীর সাময়িকভাবে কম ভালো যেতে পারে। পুরোনো কোনো রোগে সাময়িক ভুগতে হতে পারে। আহারবিহারে সচেতন থাকলে ভালো করবেন। হঠাৎ করে ব্যয় বাড়তে পারে। গুরুত্বপূর্ণ কোনো তথ্য লাভ করতে পারেন। ভ্রমণ হতে পারে। যাত্রা ও যোগাযোগ শুভ।

মিথুন রাশি (২২ মে-২১ জুন) :  আয় ‍উপার্জন বৃদ্ধির পথে নতুন কোনো সুযোগ হাতে আসতে পারে। বন্ধু কিংবা সহকর্মীদের সঙ্গে সুন্দর সময় কাটানোর সুযোগ পেতে পারেন। প্রয়োজনে তাদের সহযোগিতা পেতে পারেন। ব্যবসায়ীরা লাভজনক কোনো চুক্তিতে আবদ্ধ হওয়ার সুযোগ পেতে পারেন। বিশেষ কোনো বিষয়ে সিদ্ধান্ত গ্রহণে দ্বিধাদ্বন্দ্বে ভুগতে পারেন। প্রয়োজনে অভিজ্ঞ কারো সঙ্গে পরামর্শ করতে পারেন।

কর্কট রাশি (২২ জুন-২২ জুলাই) :‍ চাকরিপ্রার্থীরা ভালো কোনো খবর আশা করতে পারেন। পেশাগত গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত নেওয়া হতে পারে। রাজনীতির সঙ্গে সম্পৃক্তদের জনসম্পৃক্ততা বাড়বে। সামাজিক কোনো কর্মকাণ্ডে সম্পৃ্ক্ত হতে পারেন। কারো কারো ক্ষেত্রে পদোন্নতি কিংবা বেতন বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। কেউ কেউ অসচেতনতা ও অসদাচরণের ফলে শত্রুতার শিকার হতে পারেন। এ বিষয়ে সচেতন থাকলে ভালো করবেন।

সিংহ রাশি (২৩ জুলাই-২৩ আগস্ট) :  দূরে কোথাও ভ্রমণ হতে পারে। কেউ কেউ তীর্থযাত্রা করতে পারেন। আধ্যাত্মিক জ্ঞান সম্পন্ন কারো সান্নিধ্য লাভ করতে পারেন। পেশাক্ষেত্রে পদস্থদের সঙ্গে যোগাযোগ বাড়বে। প্রয়োজনে তাদের সহযোগিতা আশা করতে পারেন। কারো কাছ থেকে সাধ্যের অতিরিক্ত সেবা বা কিছু আশা করা না করাই ভালো। বন্ধু নির্বাচনে সচেতন হলে ভালো করবেন।

কন্যা রাশি (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর) : শিক্ষা কিংবা পেশাগত কারণে দূরে কোথাও ভ্রমণ হতে পারে। কারো কারো ক্ষেত্রে বিদেশযাত্রার সম্ভাবনা রয়েছে। উত্তরাধিকারসূত্রে সম্পত্তির মালিকানা লাভ করতে পারেন। পেশাক্ষেত্রে কোনো ধরনের জটিলতা দেখা যেতে পারে। দায়িত্ব ও কর্তব্যে সততা আপনাকে সম্মানিত করবে। বড় ভাইবোনের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে।

তুলা রাশি (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর) : ব্যক্তিগত ও পেশাগত জীবনে নেতৃত্বের সুযোগ পাবেন। কোনো কারণে স্নায়বিক উত্তেজনা বাড়তে পারে। যাদের উচ্চরক্তচাপ সমস্যা আছে তাদের ক্ষেত্রে স্বাস্থ্যসচেতনতার প্রয়োজন আছে। চলাফেরায় ঝুঁকি এড়িয়ে চলুন। অবিবাহিতদের বিয়ের সম্ভাবনা রয়েছে। কোনো বিষয়ে চু্ক্তি হতে পারে। ব্যবসায়িক দিক ভালো যেতে পারে। পেশাগত সুনাম ও সাফল্য বৃদ্ধি পেতে পারে।

বৃশ্চিক রাশি (২৪ অক্টোবর-২২ নভেম্বর) : সাময়িকভাবে শরীর কম ভালো যেতে পারে। কাজকর্মে বিলম্ব হতে পারে। প্রয়োজনে অধীনস্তদের সহযোগিতা কিংবা পরামর্শ পেতে পারেন। বিবাহিতদের দাম্পত্য সুসম্পর্ক বজায় থাকবে। বিবাহযোগ্য কারো কারো বিয়ের আলোচনায় অগ্রগতি হতে পারে। ব্যবসায়িক দিক ভালো যাবে। কোনো বিষয়ে দুশ্চিন্তায় ভুগতে পারেন। চলাফেরায় অপ্রয়োজনীয় ঝুঁকি এড়িয়ে চলুন।

ধনু রাশি (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর) : ‍ক্রীড়া কিংবা কোনো সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত হতে পারেন। সামাজিকভাবে গ্রহণযোগ্য নয় এমন কাজে সম্পৃক্ত না হলেই ভালো করবেন। আহারবিহারে স্বাস্থ্যবিধি মেনে চলুন। দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রে পরস্পরকে বোঝার চেষ্টা করুন। অবিবাহিত কারো কারো বিয়ের আলোচনা হতে পারে। নতুন কোনো সম্পর্কে জড়ানোর সম্ভাবনা রয়েছে। পরধন প্রাপ্তির যোগ রয়েছে।

মকর রাশি (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি) : আপনার মনের কোনো আশা পুরণ হতে পারে। পারিবারিক কাজকর্মে ব্যস্ততা বাড়বে। পরিবারের কোনো বিষয়ে চিন্তিত হতে পারেন। মাতৃস্বাস্থ্যের খেয়াল রাখুন। প্রেমের সম্পর্ক অনুকূল থাকবে। বিক্রয় প্রতিনিধিরা আশাব্যঞ্জক সাফল্য পেতে পারেন। ব্যবসায়িক সাফল্য অব্যাহত থাকবে। নতুন কোনো পরিকল্পনা কাজে লাগানোর সুযোগ পেতে পারেন।

কুম্ভ রাশি (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি) :  ব্যক্তিগত যোগাযোগ ফলপ্রসু হতে পারে। স্বল্প দূরত্বে কোথাও যেতে হতে পারে। চিঠি কিংবা গুরুত্বপূর্ণ মেইল আদানপ্রদানে ব্যস্ততা বাড়বে। ছোট ভাইবোনের ব্যাপারে চিন্তিত হতে পারেন। মনের কোনো লালিত স্বপ্ন পূরণ হতে পারে। নব দম্পতির সন্তানলাভের চেষ্টায় সাফল্য আসতে পারে। ক্রীড়া কিংবা সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত হতে পারেন।

মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ) :  পাওনা আদায় হতে পারে। ব্যাংকিং সংক্রান্ত কোনো কাজে সম্পৃক্ত হতে পারেন। কারো কারো ক্ষেত্রে চোখের কোনো সমস্যা দেখা যেতে পারে। ভ্রমণ হতে পারে। অপ্রয়োজনীয় ‍ঝুঁকি এড়িয়ে চলুন। মনের কোনো আশা পূরণ বিলম্বিত হতে পারে। আলস্য ও খেয়ালীপনা বেরিয়ে আসতে রুটিন অনুসরণ করুন। শিক্ষার্থীরা কাঙ্ক্ষিত সাফল্য আশা করতে পারেন।