জাতির পিতা সাথী চাকী

0
65

জাতির পিতা
সাথী চাকী

পৃথিবীতে জন্ম নেওয়া পিতার অবদান
জাতিকে জন্ম দিলে তুমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
যতদিন রবে বাংলার ইতিহাসে ঐতিহাসিক কথা
ততদিন রবে তোমার কীর্তি সবার স্মৃতিতে গাথা।
” জয় বাংলা ” শব্দের মাঝে লুকিয়ে আছো তুৃমি
আজও বাংলার আকাশে বাতাসে বাজে তোমার ধ্বনি।
এবারের সংগ্রাম, আমাদের মুক্তির সংগ্রাম
এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম।
তোমার এ ডাকেই সাড়া দিলো লাখো বীর যোদ্ধা
তাই, স্বাধীন বাংলায় বাঙ্গালীরা করে তোমায় গভীর শ্রদ্ধা।
রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেবো
এ দেশের মানুষকে মুক্ত করে ছাড়বো।
এ ধ্বনির মাঝে তুমি চিরদিন রবে অম্লান
জাতির পিতা তুমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
জাতির পিতা বঙ্গবন্ধু ফুল দিলাম তোমার চরণে
মরে গিয়েও তুমি অমর আজও প্রত্যেক বাঙ্গালীর মাঝে।