শনিবার, ফেব্রুয়ারি ২২, ২০২৫
শনিবার, ফেব্রুয়ারি ২২, ২০২৫

জাতির পিতা সাথী চাকী

জাতির পিতা
সাথী চাকী

পৃথিবীতে জন্ম নেওয়া পিতার অবদান
জাতিকে জন্ম দিলে তুমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
যতদিন রবে বাংলার ইতিহাসে ঐতিহাসিক কথা
ততদিন রবে তোমার কীর্তি সবার স্মৃতিতে গাথা।
” জয় বাংলা ” শব্দের মাঝে লুকিয়ে আছো তুৃমি
আজও বাংলার আকাশে বাতাসে বাজে তোমার ধ্বনি।
এবারের সংগ্রাম, আমাদের মুক্তির সংগ্রাম
এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম।
তোমার এ ডাকেই সাড়া দিলো লাখো বীর যোদ্ধা
তাই, স্বাধীন বাংলায় বাঙ্গালীরা করে তোমায় গভীর শ্রদ্ধা।
রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেবো
এ দেশের মানুষকে মুক্ত করে ছাড়বো।
এ ধ্বনির মাঝে তুমি চিরদিন রবে অম্লান
জাতির পিতা তুমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
জাতির পিতা বঙ্গবন্ধু ফুল দিলাম তোমার চরণে
মরে গিয়েও তুমি অমর আজও প্রত্যেক বাঙ্গালীর মাঝে।

Similar Articles

Advertismentspot_img

Most Popular