বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫
বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫

হোটেল থেকে লাফিয়ে পালিয়েছিল প্রিন্সেস ডায়না

নিউজ ডেস্ক:  প্রিন্সেস ডায়নাকে নিয়ে রহস্যের যেন শেষ নেই। ৩৬ বছর বয়সে সড়ক দুর্ঘটনায় নিহত হবার পর থেকে তাকে নিয়ে জল্পনা-কল্পনা আজও শেষ হয়নি।

ডায়না রাজকীয় জীবন থেকে বেরিয়ে মাঝে মাঝে সাধারণ মানুষের মতো ঘোরা ফেরা করতে চাইতেন। কিন্তু কঠোর নিরাপত্তার কারণে তা সম্ভব হতো না।

তাই শেষ পর্যন্ত হোটেলের ব্যালকনি থেকে লাফ দিয়ে পালাতে হয়েছিল তাকে। একটি পার্টিতে যোগ দিতে ২০ ফুট উঁচু থেকে লাফিয়ে পালিয়ে যান ডায়না।

ডায়নার বিশেষ নিরাপত্তা কর্মকর্তা কেন ওয়ার্ফ এ তথ্য জানিয়েছেন।

তার দাবি, তিনি ডায়ানাকে খুব কাছ থেকে দেখেছেন এবং তার সম্পর্কের সব কিছুই জানতেন।

ওয়ার্ফ ১৯৮৭ থেকে ১৯৯৩ সাল পর্যন্ত ডায়নার নিরাপত্তায় নিযোজিত ছিলেন। ২০০২ সালে তিনি মেট্রোপলিটন পুলিশ থেকে অবসর নেন।

প্রিন্সেস ডায়না সৌন্দর্য আর ফ্যাশনে ছিলেন অদ্বিতীয়। তার কোলেই আসে রাজপরিবারের দুই উত্তরাধিকারী প্রিন্স উইলিয়াম ও প্রিন্স হ্যারি।

আন্তর্জাতিক অঙ্গনে গ্ল্যামারাস ডায়ানা ছিলেন আইকন। কিন্তু পরকীয়ার কেলেঙ্কারিতে জড়িয়ে রাজপ্রাসাদ ছাড়তে হয়েছিল তাকে।

১৯৯৭ সালের ৩১ আগস্ট প্রিন্সেস ডায়না, তার ছেলে বন্ধু দোদি আল ফায়াদ ও ড্রাইভার হেনরি পল নিহত হন। ২০০৮ সালে বৃটিশ আদালত তাদের মৃত্যুর জন্য বেপরোয়া গাড়ি চালানোকে দায়ী করে।

Similar Articles

Advertismentspot_img

Most Popular