রাজধানীর উত্তরায় ভাড়া বাসায় চীনের নাগরিক ওয়াং বু (৩৭) হত্যার ঘটনায় দু’জনকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। রাজধানী থেকে তাদের হেফাজতে নিয়ে গতকাল শুক্রবার জিজ্ঞাসাবাদ করা হয়। পুলিশের পক্ষ থেকে তাদের নাম-পরিচয় নিশ্চিত করা হয়নি।
গত বুধবার উত্তরা ১৪ নম্বর সেক্টরের ১৬ নম্বর রোডে বাসায় ওয়াং বু হত্যার শিকার হন। বৃহস্পতিবার ওই বাসা থেকে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ। সিসিটিভি ফুটেজে দেখা যায়, চীনের দুই নাগরিক মাইক্রোবাসে বাসার সামনে নামেন। কিছুক্ষণ পর তারা বাসা থেকে ওই গাড়িতে করেই বেরিয়ে যান।
সূত্র জানায়, জিজ্ঞাসাবাদের জন্য ঘটনাস্থলে আসা-যাওয়া করা মাইক্রোবাসের চালক ও সহকারীকে হেফাজতে নিয়েছে উত্তরা পশ্চিম থানা পুলিশ। উত্তরা জোনের সহকারী কমিশনার সাদ্দাম হোসেন বলেন, ধারণা করা হচ্ছে– ওই ব্যক্তিকে হত্যার পর তারা দেশে (চীন) ফিরে গেছেন। তবে তারাই যে হত্যাকাণ্ড ঘটিয়েছেন, তা এখনও নিশ্চিত নয়। ওই ঘটনায় চালক ও সহকারী জড়িত কিনা, তা জানতে তদন্ত চলছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
পুলিশ কর্মকর্তা জানান, নিহত চীনের নাগরিকের মরদেহ ময়নাতদন্ত শেষে হস্তান্তর প্রক্রিয়াধীন।
ঢাকার পশ্চিম থানার ওসি হাফিজুর রহমান বলেন, বাসায় ওয়াং বুকে হত্যার ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। শনিবার (আজ) সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।