‘‌বিকিনি’‌ নয় এবার ‘‌বোরকা’‌ পরবেন ব্রিটেনের মুসলিম নারীরা !

0
38

নিউজ ডেস্ক:

এতোদিন গা ঢাকা সুইম সুট পরেও সাঁতার প্রতিযোগিতায় অংশ নিতে পারতেন না মুসলিম নারীরা। কারণ হিসেবে বলা হয়েছিল গা ঢাকা থাকলেও এটি সঠিক নয়।

অবশেষে অনেক অনুরোধের পর ‘‌বুরকিনি’‌তে সাঁতার প্রতিযোগহিতার ছাড়পত্র পেয়েছেন ব্রিটেনের মুসলিম নারী সাঁতারুরা। মূলত ঢিলে ঢালা পোশাক এই ‘‌বুরকিনি’‌। একমাত্র ইংল্যান্ডেই এই পোশাক গ্রহণযোগ্য।

অ্যামেচার সুইমিং অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ছবি দিয়ে বুঝিয়ে দেওয়া হয়েছে ‘‌বুরকিনি’‌ কী ধরনের পোশাক।  তবে প্রতিযোগিতার আগে ইভেন্ট রেফারি প্রতিযোগীদের পোশাক পরীক্ষা করে নেবেন। তিনি যদি মনে করেন প্রতিযোগী নিয়ম মেনে পোশাক পরেছে, তাহলে কোনও বাধা থাকবে না।

এদিকে ‘‌বুরকিনি’‌–এর অনুমোদন মেলায় অনেক মুসলিম নারী সাঁতারু প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন বলে মনে করছেন অ্যামেচার সুইমিং অ্যাসোসিয়েশন। সংস্থার চেয়ারম্যান ক্রিস বোস্টকের মতে এটি খুবই সদর্থক পদক্ষেপ।