৮৯৯ টাকায় বিমান ভ্রমণ ভালোবাসা দিবস উপলক্ষ্যে !

0
30

নিউজ ডেস্ক:

ভালোবাসা দিবসকেও একেবারে বাণিজ্যিক কাজে লাগাচ্ছে ভিস্তারা। কোন একটি সময়কে সমানে রেখে বিমান সংস্থাগুলিকে সস্তায় ভ্রমণের অফার দিয়ে থাকে।

এবার ভারতে টাটাগোষ্ঠী ও সিঙ্গাপুর এয়ারলাইন্সের যৌথ সংস্থা ভিস্তারা এই ভালোবাসা দিবসকে সামনে রেখে এমন অভিনব অফার দিয়েছে। ২৮ ফেব্রুয়ারি থেকে ২০ সেপ্টেম্বরের মধ্যে বিমানে ভ্রমণের জন্য এই বিমান সংস্থার টিকিট মিলবে মাত্র ৮৯৯ টাকায়।

তবে এজন্য বিমান যাত্রীদের টিকিট কাটতে হবে ১৩ থেকে ১৭ ফেব্রুয়ারি মধ্যে। ভিস্তারা সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে, ‘‌এই অফারে দেশের মধ্যে ২০ টি জায়গায় যাওয়ার সুবিধা পাবে বিমানযাত্রীরা। আগে আসলে আগে পাবে এই পদ্ধতিতে এই অফারে বিমান টিকিট কাটার সুযোগ মিলবে।