নিউজ ডেস্ক:
ঢাকা টেস্টে ৮৮ রানে এগিয়ে থেকে মিরপুরে আজ তৃতীয় দিনের ব্যাটিংয়ে নামছে স্বাগতিক বাংলাদেশ। হাতে রয়েছে আরও ৯টি উইকেট।
আর তৃতীয় দিনে মুশফিক বাহিনীর লক্ষ্য সফরকারী অস্ট্রেলিয়ার সামনে বড় স্কোর দাঁড় করানো। তবে সেটা যে বেশ কঠিন হবে তার ইঙ্গিত দিয়ে রেখেছেন অজি স্পিনার অ্যাস্টন অ্যাগার।
বললেন, এ উইকেটে রান করা ধীরে ধীরে আরও কঠিন হয়ে যাচ্ছে। বল যখন লাফায় কিংবা এমন স্পিন করে, স্পিনাররা খুব পছন্দ করে। বিশেষ করে যখন পিচের ভালো অংশেও বল স্পিন করে।
এর আগে দ্বিতীয় দিনের শেষ বেলায় ২২ ওভার ব্যাট করে সৌম্য সরকারকে হারিয়ে ৪৫ রান করেছে বাংলাদেশ। সাকিব আল হাসানের দারুণ বোলিংয়ে প্রথম ইনিংসে ৪৩ রানের লিড পাওয়া স্বাগতিকরা এগিয়ে ৮৮ রানে।
৩০ রানে অপরাজিত প্রথম ইনিংসে অর্ধশতক পাওয়া তামিম ইকবাল। ধৈর্যের প্রতিমূর্তি যেন বাঁহাতি এই ব্যাটসম্যান। একদমই ঝুঁকি নেননি। ৭০ বলের ইনিংস গড়া দুটি চারে। নিজের কাজে সফল নাইটওয়াচম্যান তাইজুল ইসলাম। ৯ বল খেলে নিরাপদে কাটিয়ে দিয়েছেন শেষ সময়টুকু। তবে আজ নতুন করেই শুরু করতে হবে তামিম-তাইজুলকে।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ ২য় ইনিংস: ২২ ওভারে ৪৫/১ (তামিম ৩০*, সৌম্য ১৫, তাইজুল ০*; হেইজেলউড ০/৩, কামিন্স ০/৫, লায়ন ০/১১, ম্যাক্সওয়েল ০/১৭, অ্যাগার ১/৯)