নিউজ ডেস্ক:
জাতির জনক বঙ্গবন্ধুর ১৯৭১ সালের ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে ডেনমার্ক কোপেনহেগেনে গত মঙ্গলবার এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ডেনমার্ক আওয়ামী লীগের সভাপতি ইকবাল হোসেন মিঠুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক, ঢামেকসু ভিপি ড. বিদ্যুৎ বড়ুয়ার সঞ্চালনায় মুঠোফোনে সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব এম এ গনি বলেন, বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ শুধু একটি বক্তৃতাই নয়, পৃথিবীর ইতিহাসে বর্তমান সময় পর্যন্ত একজন অবিস্মরণীয় জাতীয় নেতা কর্তৃক একটি জাতির মুক্তি ও জাগরণের শ্রেষ্ঠ কাব্য। অন্য সবার মতই আমিও বলি, ‘এই ভাষণটি একটি জাতির মুক্তি সংগ্রামের জন্য সর্বকালের সর্বশ্রেষ্ঠ কাব্য, সর্বকালের সর্বশ্রেষ্ঠ সঙ্গীত, সর্বকালের সর্বশ্রেষ্ঠ ভাষণ”। এই একটি ভাষণ, বাণী, হাজার বছর উজ্জ্বল আর গর্ব হয়ে থাকবে বাঙ্গালীর মনে এই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালীর কারণে।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সিনিয়র সহসভাপতি জাহিদ চৌধুরী, জাহাঙ্গীর আলম, মোতালেব ভূঁইয়া, হিল্লোল বড়ুয়া, মোহাম্মদ ইউসুফ, আবদুল আল জাহিদ, ডেনমার্ক যুবলীগ সাধারণ সম্পাদক আমির জীবন, ডেনমার্ক ছাত্রলীগ সভাপতি ইফতেখার সম্রাট।
এছাড়া উপস্থিত ছিলেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোহাম্মদ ইউসুফ, ফাহমিদ আল মাহিদ, আবুল্লা আল জাহিদ, আসাদুসজ্জামান, রেজাউল করিম, শোয়েব আহমেদ, রিয়াদ হোসেন, ফয়সাল হোসেন, জামশেদ রহমান, ইমরান হোসেন, সুবীর, শাওন, কোহিনূর মুকুল, সাগর, তানভীর শুভ, সুকান্ত দে, আসিফ মুস্তারিনসহ আরো অনেকে।