নিউজ ডেস্ক:
সাফল্যের পথে বয়স কোনও বাধাই নয়। আর তা আরও একবার প্রমাণ করল সাত বছরের এই ছোট্ট ছেলেটি। জাতীয় স্তরের ‘যোগা'( যোগ ব্যয়াম) প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে নজির গড়ল ভারতীয় বংশোদ্ভুত এই ছোট্ট কিশোর, তার নাম ঈশ্বর। গত ২২ এপ্রিল লন্ডনে এই যোগা প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানটি পরিচালনার দায়িত্বে ছিল মার্কিন যুক্তরাষ্ট্র যোগা স্পোর্টস ফেডারেশন।
তবে, এখানেই শেষ নয়। গ্লোবাল যোগা ম্যাগাজিন এই খুদেকে ‘Youngest wonder boy’-র তকমা দিল৷ জাতীয় স্তরে এই প্রতিযোগিতায় সফল হওয়ার পরই ওর্য়াল্ড যোগা চ্যাম্পিয়নশিপে ঈশ্বর তার নিজের দেশের হয়ে প্রতিনিধিত্ব করবেন। যেটি আগামী জুন মাসে নেপালের কাঠমান্ডুতে অনুষ্ঠিত হবে।
ঈশ্বর তার এই অল্প বয়সেই জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে বিখ্যাত হয়ে গিয়েছেন। এছাড়াও বেশ কিছু জায়গাতেও সে অনুষ্ঠান করে ইতোমধ্যেই যোগা দুনিয়ায় বিশেষ পরিচিত হয়ে গিয়েছে। ওয়ার্ল্ড যোগা চ্যাম্পিয়নশিপ, ওর্য়াল্ড যোগা ফেস্টিভ্যাল এবং ওম ইন্টারন্যাশনাল যোগা শো-র মতন বিখ্যাত জায়গায় ইতিমধ্যেই ঈশ্বর অনুষ্ঠান করেছে।
সূত্র: ইন্ডিয়া টাইমস।