বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

৭ বছর বয়সেই ‘এইট প্যাকে’ তাক লাগালো যে শিশু !

নিউজ ডেস্ক:

বডিবিল্ডিং-এ বর্তমানে সিক্স প্যাক অথবা সেভেন প্যাক আধুনিক প্রজন্মের কাছে কোনো বিশেষ বিষয় নয়। তবে এইট প্যাক তাও আবার সাত বছরের শিশুর, এটা যদি শুনতে পান, তাহলে? বিষয়টি অনেকেরই হয়তো বিশ্বাস নাও হতে পারে। তবে রীতিমতো ইয়ং জেনারেসনকে টেক্কা দিতে প্রস্তুত ক্ষুদে এই বডিবিল্ডার্স। চীনে বসবাসকারি চীনা ‘চেন ই’ নামের ছোট এই শিশু তার এইট প্যাকের দ্বারা ইন্টারনেট দুনিয়ায় ভাইরাল হয়ে উঠেছে। তাই তার অনুগামীদের সংখ্যাও কিন্তু চোখে পড়ার মতো।

মাত্র তিন বছর বয়সেই জিমন্যাস্টিকস দুনিয়ায় আসে এই শিশু। তারপরই ধাপেধাপে বাড়ে তার এর প্রতি দক্ষতা। বর্তমানে জিমন্যাস্টিকসে মোট ছ’টি স্বর্ণ পদক ও একটি রৌপ্য সংগ্রহ করেছে এই খুদে জিমন্যাসিয়ান। তবে সে জিমন্যাস্টিকস এর পাশাপাশি বডিবিল্ডিং-এও বেশ আগ্রহী। সম্প্রতি চীনে এক জিমন্যাস্টিকস প্রতিযোগিতায় অংশ নিয়ে সে তার অবিশ্বাস্য ফিট শরীর দর্শকদের সামনে আনতেই ছবিতে ক্যাপচার হয় তার এইট প্যাক। তারপরই মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই ইন্টারনেট দুনিয়ায় তার অনুগামীর সংখ্যা হয়ে ওঠে চোখে পরার মতো।

Similar Articles

Advertismentspot_img

Most Popular