বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

৭ বছর পর ফের একসঙ্গে ঐশ্বরিয়া-অভিষেক !

নিউজ ডেস্ক:

২০১০ সালে মণিরত্নমের ‘রাবণ’ ছবিতে শেষবার একসঙ্গে দেখা গিয়েছিল অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাইকে। দীর্ঘ সাত বছর পর আবারও একসঙ্গে বড়পর্দায় ফিরছেন এই জুটি।
সঞ্জয়লীলা বনশালির পরবর্তী ছবিতে কাজ করবেন তারা।

ভারতের সর্বকালের সেরা কবিদের মধ্যে অন্যতম সাহির লুধিয়ানভি। হিন্দি ও উর্দুতে তাঁর কবিতা দিনের পর দিন সমৃদ্ধ করে চলেছে কবিতাপ্রেমীদের। এবার তাঁর জীবন তুলে আনা হচ্ছে বড়পর্দায়। সঞ্জয়লীলা বনশালির প্রযোজনায় এই বায়োপিকে অভিনয় করার কথা ছিল প্রিয়াঙ্কা চোপড়ার। কিন্তু কিছুদিন আগেই এই ছবি থেকে বেরিয়ে যান তিনি। তার ফলে বদলে যায় ছবির বেশ কিছু কাস্টিং।

সাহির লুধিয়ানভি ও অমৃতা প্রীতমের প্রেম কাহিনিই ফ্রেমবন্দি করতে চলেছেন পরিচালক। শোনা যাচ্ছে, সাহির লুধিয়ানভির চরিত্রে দেখা যাবে অভিষেক বচ্চনকে ও অমৃতা প্রীতমের চরিত্রে অভিনয় করবেন ঐশ্বরিয়া রাইবেঅ। জাসমিত রিনের পরিচালনায় এই ছবির শুটিং শুরু হবে আগামী বছর।

এর আগে অভিষেক-ঐশ্বরিয়া জুটি বেঁধে আটটি ছবিতে অভিনয় করেছেন। প্রথমবার ২০০৩ সালে রোহন সিপ্পির ‘কুছ না কহো’ ছবিতে স্ক্রিন শেয়ার করেছিল এই দম্পতি। আর সবশেষ রাবণ ছবিতে তাঁদের অনস্ক্রিন কেমিস্ট্রি দেখা গিয়েছিল।

Similar Articles

Advertismentspot_img

Most Popular