৭ দিনে ৭টি মহাদেশের ৭টি ম্যারাথনে দৌড়লেন তিনি! (ভিডিও)

0
31

নিউজ ডেস্ক:

বয়স যে তাকে একটুকুও নত করতে পারেনি। সেটাই ৭০তম জন্মদিনে আরো একবার প্রমাণ করলেন এই ভিয়েতনামের চাও স্মিথ। যদিও বর্তমানে তিনি আমেরিকার সান ফ্রান্সিসকোর বাসিন্দা তিনি। সম্প্রতি পা দিলেন ৭০ বছরে।

কী ভাবে স্মরণীয় করে রাখা যায় এই বিশেষ দিনটা? ভাবতে ভাবতেই মাথায় এল আইডিয়াটা। ঠিক করলেন সবচেয়ে প্রিয় কাজটিই করবেন তিনি। দৌড়ের প্রতি প্রেমটা এসেছিল একটু বেশি বয়সেই। ৪৮ বছর বয়স থেকে ম্যারাথনে অংশ নিতে শুরু করেন স্মিথ। সেই শুরু। ৭০ বছর বয়সে এসেও অদম্য তিনি।

সম্প্রতি সাতটি মহাদেশের সাতটি ম্যারাথনে অংশ নিয়ে বুড়ো হাড়েও ভেল্কি দেখালেন চাও স্মিথ। ২৫ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি, মাত্র ৭ দিনে, পেরু, সিঙ্গাপুর, মিশর, নেদারল্যান্ডস, নিউ ইয়র্ক, চিলি এবং অ্যান্টার্টিকা ঘুরে অংশ নিলেন সাতটি ম্যারাথনে। আর সেই দৌড়ের ভিডিও নিজের ইউ টিউব চ্যানেল ‘ট্রিপল ৭ কোয়েস্ট’-এ আপলোডও করলেন তিনি। সূত্র: আনন্দবাজার।