৭৩ বছরের রেকর্ড ভাঙতে যাচ্ছে রিয়াল !

0
31

নিউজ ডেস্ক:

সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ৪৪ ম্যাচ গোল করার রেকর্ডটির একক মালিক ছিল বার্সেলোনা। ১৯৪৪ সালে গড়া কাতালান এমন কীর্তি গত ৭৩ বছর ধরে ভাঙতে পারেনি কেউ। তবে স্প্যানিশ লা লীগায় রোববার ভিয়ারিয়ালের বিপক্ষে ৩-২ গোলে জয়ের পরই বার্সার সমান টানা ৪৪ ম্যাচে গোল করার রেকর্ড গড়ে রিয়াল মাদ্রিদ। এবার রেকর্ডটি এককভাবে দখলে রাখার সুযোগ লস ব্লাঙ্কোসদের সামনে।

লা লীগায় সান্তিয়াগো বার্নাব্যুতে আজ লা পালমাসের বিক্ষে মাঠে নামবে রিয়াল মাদ্রিদ। আর প্রতিপক্ষের জালে বল পাঠালেই ৭৩ বছরের পুরনো রেকর্ডটি দখলে নিয়ে নেবে জিনেদিন জিদানের দল। রিয়ালের রেকর্ডের ম্যাচের আগেই মাঠে নামবে বার্সেলোনা। অ্যাথলেটিকো মাদ্রিদের বিপক্ষে গুরুত্বপূর্ণ জয়ের পর আত্মবিশ্বাসী লিওনেল মেসিরা ন্যু ক্যাম্পে মুখোমুখি হবে অপেক্ষাকৃত দুর্বল স্পোর্টিং গিজনের বিপক্ষে। ঘরের মাঠে লা লীগার সর্বশেষ আট ম্যাচে জিতে রিয়াল দুর্দান্ত ফর্মে আছে রিয়াল। অন্যদিকে, প্রতিপক্ষের মাঠে সর্বশেষ সাতবারের লড়াইয়ে ছয়টিতেই হেরেছে লা পালমাস।