৭০ শতাংশই ভুল তথ্য দেয় বাড়িতে থাকা ‘রক্তচাপ মাপক যন্ত্র’ !

0
28

নিউজ ডেস্ক:

বাড়িতে রক্তচাপ মাপার যন্ত্র আছে আপনার। সেই যন্ত্র ব্যবহারও করেন আপনি। এবার থেকে রক্তচাপ মাপার যন্ত্র ব্যবহার করার আগে অবশ্যই ভেবে নিবেন। কারণ এমনটাই বলছেন কানাডার অ্যালবার্টা বিশ্ববিদ্যালয়ের গবেষক অধ্যাপক জেনিফার রিংরোজ।

সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের করা একটি সমীক্ষা বলছে, বাড়িতে রক্তচাপ মেপে ওষুধ খেলে মৃত্যু পর্যন্ত হতে পারে। কারণ দেখা গেছে যে, এই ধরনের পরীক্ষার ৭০ শতাংশই ভুল তথ্য দেয়। বিশেষত উচ্চ রক্তচাপের ক্ষেত্রে এই সমস্যা বেশি দেখা যায়। ফলে তার ওপর ভিত্তি করে যদি কেউ ওষুধ খান, তার শরীরে পার্শ্বপ্রতিক্রিয়া হতে বাধ্য। কোনও কোনও ক্ষেত্রে এই পার্শ্বপ্রতিক্রিয়ার কারণে জীবনহানিরও আশঙ্কা থাকে।

৮৫ জন রোগীর ওপর পরীক্ষা চালিয়ে দেখা গেছে যে, ৭০ শতাংশ ক্ষেত্রে রিপোর্ট ভুল দিচ্ছে বাড়িতে রাখা রক্তচাপ মাপার যন্ত্র। বাড়ির সেই রিপোর্ট নিয়ে চিকিৎসকের কাছে গেলেই ধরা পড়ছে পার্থক্য। কোথাও কোথাও আবার চিকিৎসকের পরামর্শও নেওয়া হচ্ছে না। নিজের চিকিৎসা নিজেই করতে গিয়ে বিপদ ডেকে আনছে অনেকেই।

সমীক্ষা আরও বলছে নারীদের থেকে পুরুষদের রক্তচাপের ফলে তারতম্য বেশি আসে। এর কারণ হিসেবে গবেষকরা বলছেন বাড়ির পরিবেশ, রক্তচাপ নেওয়ার সময় বসার অবস্থান এই পার্থক্যগুলো গড়ে দেয়।

উচ্চ রক্তচাপ এমন এক রোগ, যা মানুষের শরীরে আরও রোগের জন্ম দেয়। ফলে বাড়িতে বসে রক্তচাপ মাপা সহজ ও পকেটবান্ধব হলেও, ভবিষ্যতের জন্য মোটেও তা সুখকর নয়। এবার আপনি বিচার করুন পকেটবান্ধব ও সময় বাঁচাতে বাড়িতেই রক্তচাপ মাপবেন, নাকি শরণাপন্ন হবেন চিকিৎসকের।