পরীক্ষা হয়নি এমন পরীক্ষার খাতাও পুনঃনিরীক্ষণের আবেদন করেছেন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষার্থীরা। ২২ হাজার ৩২৪ জন পরীক্ষার্থী সর্বমোট ৬৮ হাজার ২৭১টি উত্তরপত্র পুনঃনিরীক্ষণের আবেদন করেছেন। সবচেয়ে বেশি আবেদন জমা পড়েছে ইংরেজী বিষয়ের জন্য।
ইংরেজী প্রথম ও দ্বিতীয় পত্রের ১৪ হাজার ৯৪২টি করে ২৯ হাজার ৮৮৪টি খাতা পুনঃনিরীক্ষণের আবেদন করা হয়েছে। গতকাল চট্টগ্রাম শিক্ষা বোর্ড বিগত এইচএসসি পরীক্ষার খাতা পুনঃনিরীক্ষণের আবেদনের সংখ্যা প্রকাশ করে। বিগত এইচএসসি পরীক্ষায় বাংলা প্রথম ও দ্বিতীয় পত্র, ইংরেজী প্রথম ও দ্বিতীয়পত্র, যুক্তিবিদ্যা প্রথম ও দ্বিতীয় পত্র, ভূগোল, পদার্থ বিদ্যা প্রথম ও দ্বিতীয় পত্র, হিসাব বিজ্ঞান প্রথম ও দ্বিতীয় পত্র এবং তথ্য ও যোগাযোগ মিলে মোট সাত বিষয়ের ১২টি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
ফলাফল প্রকাশের পর চট্টগ্রাম শিক্ষা বোর্ড খাতা পুনঃনিরীক্ষণের আবেদন করার সময় দেয়। ফলাফলে অসন্তুষ্ট পরীক্ষার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে ফি প্রদান করে খাতা পুনঃনিরীক্ষণের আবেদন করেন। কিন্তু চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সংশ্লিষ্ট কর্মকর্তারা বিস্ময়ের সাথে লক্ষ্য করেছেন যে, যেসব পরীক্ষা হয়নি সেসব বিষয়ের খাতা পুনঃনিরীক্ষণের জন্য পরীক্ষার্থীরা আবেদন করেছেন।
বোর্ড সূত্র জানিয়েছে, গত এইচএসসি পরীক্ষার বাংলা প্রথম পত্রের ৭৬৯৮টি, দ্বিতীয় পত্রের ৭৬৯৮টি, ইংরেজী প্রথম পত্রের ১৪ হাজার ৯৪২টি, দ্বিতীয় পত্রের ১৪ হাজার ৯৪২টি, তথ্য ও যোগাযোগ বিষয়ের ৬ হাজার ৮১৭টি, পদার্থ বিদ্যা প্রথম পত্রের ৪ হাজার ৬২টি, দ্বিতীয় পত্রের ৪ হাজার ৬২টি, হিসাব বিজ্ঞান প্রথম পত্রের ২ হাজার ৭শ’ দ্বিতীয় পত্রের ২ হাজার ৭শ’, যুক্তিবিদ্যা প্রথম পত্রের ৭৮৭টি, দ্বিতীয় পত্রে ৭৮৭টি এবং ভূগোল প্রথম পত্রের ১২টি খাতা পুনঃনিরীক্ষনের আবেদন করা হয়েছে।
পরীক্ষা অনুষ্ঠিত না হলেও অর্থনীতি প্রথম পত্রের জন্য ১০৮টি, দ্বিতীয় পত্রের জন্য ১০৮টি, সমাজ বিজ্ঞান প্রথম পত্রের জন্য ৩৩টি, দ্বিতীয় পত্রের জন্য ৩৩টি, মনোবিজ্ঞান প্রথম পত্রের জন্য ৪টি, দ্বিতীয় পত্রের জন্য ৪টি, পরিসংখ্যান প্রথম পত্রের জন্য ১০টি, দ্বিতীয় পত্রের জন্য ১০টি, ভূগোল দ্বিতীয় পত্রের জন্য ১২টি, রসায়ন প্রথম পত্রের জন্য ৩৯টি, দ্বিতীয় পত্রের জন্য ৩৯টি, জীববিজ্ঞান প্রথম পত্রের জন্য ২১টি, দ্বিতীয় পত্রের জন্য ২১টি, কৃষি বিদ্যা প্রথম পত্রের জন্য ৩টি, দ্বিতীয় পত্রের জন্য ৩টি, ইসলামী শিক্ষার জন্য ৪টি করে মোট ৮টি, উচ্চতর গণিত প্রথম পত্রের জন্য ৫৩টি, দ্বিতীয় পত্রের জন্য ৫৩টি, পৌরনীতি প্রথম পত্রের জন্য ৯৪টি, দ্বিতীয় পত্রের জন্য ৯৪টি, ইতিহাস প্রথম পত্রের জন্য ১১টি এবং দ্বিতীয় পত্রের জন্য ১১টি করে পরীক্ষা না হওয়া বিষয়গুলোর খাতা পুনঃনিরীক্ষণের আবেদন করা হয়েছে।
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এ এম এম মুজিবুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমরা বিভিন্ন বিষয়ের খাতা পুনঃনিরীক্ষণের আবেদন পেয়েছি। এগুলো যাছাই বাছাই করে ফলাফর প্রকাশ করা হবে। যেসব বিষয়ের পরীক্ষাই হয়নি সেসব বিষয়ের আবেদন প্রসঙ্গে তিনি বলেন, ভুল করে হয়তো এগুলো করেছে। এসব আবেদনের কোন মূল্য নেই।