৫ ঘণ্টা পর কড়াইল বস্তির আগুন নিয়ন্ত্রণে !

0
25

নিউজ ডেস্ক:

রাজধানীর মহাখালীর কড়াইল বস্তিতে গভীর রাতে লাগা আগুন ফায়ার সার্ভিসের ২০টি ইউনিটের প্রচেষ্টায় বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে নিয়ন্ত্রণে এসেছে।

প্রায় সোয়া পাঁচ ঘণ্টার চেষ্টায় সকালে আগুন নিয়ন্ত্রণে আসে বলে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা মিজানুর রহমান।

এর আগে, বৃহস্পতিবার ভোররাত পৌনে ৩টার দিকে বস্তিতে আগুন লাগার খবর পেয়ে ১৪টি ইউনিট গিয়ে তা নেভাতে কাজ শুরু করে। পরে আরও চারটি ইউনিট তাদের সঙ্গে যোগ দেয়।

এদিকে, আগুনের ঘটনায় সোহাগ মিয়া (২৫) নামে এক যুবক আহত হয়েছেন। চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়েছে। ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের উপ পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া  ওই যুবকের আহতের তথ্য নিশ্চিত করেন।

আগুনে বস্তির অধিকাংশ টিনের ঘর পুড়ে গেছে। তবে অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কেও তাৎক্ষণিকভাবে জানা যায়নি।