বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

৫ অ্যাওয়ার্ডে সব আলো কেড়ে নিলেন ডি কক !

নিউজ ডেস্ক:

দক্ষিণ আফ্রিকার বর্ষসেরা ক্রিকেটার হয়েছেন কুইন্টন ডি কক। একই সঙ্গে টেস্ট ও ওয়ানডে বর্ষসেরাসহ পেয়েছেন আরও ৪টি পুরস্কার। এছাড়া ‘প্লেয়ার্স প্লেয়ার অব দ্য ইয়ার’ ও ‘ফ্যানস প্লেয়ার অব দ্য ইয়ার’ অ্যাওয়ার্ডও নিজের করে নেন ডি কক। সব মিলিয়ে গত বছর কাগিসো রাবাদার ছয়টি অ্যাওয়ার্ড জেতার কীর্তির কাছাকাছি পৌঁছান ডি কক।

এদিকে, টি-টোয়েন্টিতে বর্ষসেরা হয়েছেন ইমরান তাহির। অন্যদিকে, আন্তর্জাতিক ক্রিকেটে আগমন হওয়া বছরের সেরা ক্রিকেটার হওয়ার গৌরব অর্জন করেছেন ২৭ বছর বয়সী কেশব মহারাজ।

স্মরণীয় হয়ে থাকার মতো দুর্দান্ত একক মুহূর্তের স্বীকৃতি পেয়েছেন তেম্বা বাভুমা ও রাবাদা। দু’টিই এসেছে একই ম্যাচ থেকে। গত বছরের নভেম্বরে পার্থ টেস্টে ডেভিড ওয়ার্নারকে রানআউটের জন্য ‘অ্যাওয়ার্ড অব এক্সিলেন্স’ এ ভূষিত হন বাভুমা আর উসমান খাজাকে বোল্ড করার নৈপুণ্যে বর্ষসেরা ডেলিভারির মালিক রাবাদা।

Similar Articles

Advertismentspot_img

Most Popular