নিউজ ডেস্ক:
জগদ্বিখ্যাত পদার্থবিদ আলবার্ট আইনস্টাইনের একটি চিঠি নিলামে প্রায় ৫৪ হাজার ডলারে বিক্রি হয়েছে।
১৯৫৩ সালে বিজ্ঞানের এক শিক্ষকের কিছু প্রশ্নের জবাব দিয়ে এ চিঠি লিখেছিলেন আইনস্টাইন।
যুক্তরাষ্ট্রের আইওয়ার বিজ্ঞানের শিক্ষক আর্থার কনভার্স ইলেক্ট্রস্টাটিক থিওরি ও আপেক্ষিকতা নিয়ে দুই পৃষ্ঠার প্রশ্নপত্র পাঠিয়েছিলেন আইনস্টাইনের কাছে। এর জবাবে এই চিঠি লিখেছিলেন তিনি।
১৫ হাজার ডলার থেকে চিঠির দাম হাঁকানো শুরু হয়। শেষ পর্যন্ত ৫৩ হাজার ৫০৩ ডলারে বিক্রি হয় এটি। নেট ডি স্যান্ডার্স অকশানস নামে নিলামকারী প্রতিষ্ঠান চিঠিটি নিলামে তোলে।
নিলাম প্রতিষ্ঠানের মুখপাত্র স্যাম হেলার বলেন, অনেক দিন ধরে কনভার্সের পরিবারের কাছে ছিল ঐতিহাসিক এই চিঠি।
লাইভ সায়েন্সের প্রতিবেদনে বলা হয়েছে, চিঠির খামে প্রেরণের স্থান ও তারিখ উল্লেখ রয়েছে। ১৯৫৩ সালের ৭ সেপ্টেম্বর নিউ জার্সির প্রিন্সটনের ইনস্টিটিউট অব অ্যাডভান্সড স্টাডি ১১৫ নম্বর কক্ষের ঠিকানা থেকে চিঠিটি পাঠিয়েছিলেন আইনস্টাইন।