নিউজ ডেস্ক:
পুঁজিবাজারের বিনিয়োগকারীদের করমুক্ত লভ্যাংশের সীমা ৫০ হাজার টাকা করার প্রস্তাব দিয়েছে দি ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমবিএ)। সংগঠনটি বর্তমানে ২৫ হাজার টাকা পর্যন্ত লভ্যাংশ করমুক্ত সুবিধা ভোগ করছে।
গতকাল রোববার রাজধানীর সেগুনবাগিচায় জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সম্মেলন কক্ষে পেশাজীবী সংগঠনের সঙ্গে ২০১৭-১৮ অর্থবছরের প্রাক-বাজেট আলোচনায় এ প্রস্তাব দেয় আইসিএমবিএ।
আলোচনা সভায় সিঅ্যান্ডএফ, শিপিং, ফ্রেইড ফরওয়ার্ডিং, ট্যাক্স লইয়ার, ইনডেন্টর, আইসিএমএবি অংশ নেয়।
আইসিএমবিএ পক্ষ থেকে সংগঠনটির প্রেসিডেন্ট জামাল আহমেদ চৌধুরী বলেন, পুঁজিবাজারে তালিকাভুক্ত ও তালিকাভুক্ত নয় এমন ব্যাংক, বীমা ও আর্থিক প্রতিষ্ঠানের আয়কর ৫ শতাংশ ব্যবধানের প্রস্তাব করছি। অর্থাৎ বর্তমানে তালিকাভুক্ত নয় এমন কোম্পানিগুলো সাড়ে ৪২ থেকে বাড়িয়ে ৪৫ শতাংশ কারার প্রস্তাব করছি। একই সঙ্গে পুঁজিবাজারে তালিকাভুক্ত ও তালিকাভুক্ত নয় এমন বিদেশি কোম্পানিগুলোর নগদ ২০০ শতাংশ উপরে লভ্যাংশের ক্ষেত্রে ৫০ শতাংশ কর বসানোর প্রস্তাব করছি।
এ সময় অংশ নেওয়া বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ব্যক্তিগত করমুক্ত আয় সীমা ২ লাখ ৫০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৩ লাখ করার প্রস্তাব দেওয়া হয়।
আলোচনা সভায় ঢাকা ট্যাকসেস বার অ্যাসোসিয়েশেনের পক্ষ থেকে প্রস্তাবে বলা হয়, বর্তমানে সরকারি রাজস্ব চালান ১০ হাজার টাকা পর্যন্ত শুধু সোনালী ব্যাংকে নেওয়া হয়। এতে করে রিটার্ন দাখিলের সময় ঘণ্টার পর ঘণ্টা লাইনে অপেক্ষা করতে হয়। তাই হয়রানি কমাতে ও রাজস্ব চালান সহজ করতে সব বাণিজ্যিক ব্যাংকের তা গ্রহণের সুযোগ থাকা উচিত।
সভার সভাপতি এনবিআর চেয়ারম্যান মো. নজিবুর রহমান বলেন, ১ জুলাই থেকে নতুন ভ্যাট আইন বাস্তবায়ন হবে। ব্যবসায়ীদের বিশেষ অনুরোধের পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী নতুন ভ্যাট আইন বাস্তবায়নে ১ বছর সময় দিয়েছেন। এ বিষয়ে ব্যবসায়ীদের সহযোগিতা কামনা করছি।