নিউজ ডেস্ক:
মহাকাশ থেকে লাফ দেওয়ার ঘটনার কথা হয়তো অনেকেরই অজানা নয়। এবার জানা গেল চলন্ত ড্রোন থেকে লাফ দেওয়ার কথা। আর আবারও ৫০০ মিটার উঁচুতে থাকা ড্রোন থেকে। যেটি সফলভাবে শেষ করে বিশ্বরেকর্ড গড়লেন স্কাইডাইভার ইনগাস অগসকালন্স।
লালভিয়ান কোম্পানির তৈরি ২৮ রোলর ড্রোন থেকে লাফ দেন তিনি। এজন্য প্রথমে ৩৩০মিটার উঁচু টাওয়ারে ক্লাইম্ব করেন। এরপর ২৪.৫ লক্ষ টাকার ড্রোনে চেপে কিছু দূর উড়ে যান। সব মিলিয়ে উচ্চতা ৫০০ মিটারের কম নয়।
এরপর সেখান থেকে লাফ দিয়ে প্যারাস্যুটে করে মাটিতে নেমে আসেন ইনগাস। উল্লেখ্য, ড্রোনটি এমনভাবে বানানো হয়েছিল, যেটি একসঙ্গে প্রায় ২০০ কিলোগ্রাম ওজন ধরে রাখার ক্ষমতা রাখে।
ভিডিও: