বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

৫০তম টেস্টে সাকিবের অর্ধশতক !

নিউজ ডেস্ক:

দীর্ঘ ১১ বছর পর দেশের মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টে খেলতে নামা বাংলাদেশের শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়লো বাংলাদেশ। এরপর লড়াই শুরু করেন ৫০তম ম্যাচের মাইলফলক খেলতে নামা তামিম-সাকিব।

সাকিব তার ৫০তম টেস্টে অর্ধশতক তুলে নিয়েছেন

বর্তমানে সাকিব ৫০ রানে অপরাজিত আছেন। তিনি ৭টি বাউন্ডারি হাকিয়েছেন। অপরপ্রান্তে তামিম ৩৬ রানে অপরাজিত আছেন। তামিম সাকিব জুটি ইতোমধ্যেই ৯৩ রান যোগ করেছেন। দলের স্কোর বর্তমানে ৩১ ওভারে ৩ উইকেট হারিয়ে ১০৩ রান।

উল্লেখ্য সাকিব আল হাসান ও তামিম ইকবাল বর্তমানে বাংলাদেশ ক্রিকেটের অন্যতম দুই ভরসার নাম। তারা দুজনেই তাদের ক্যারিয়ারের ৫০ তম টেস্ট খেলতে চলেছেন। এর আগে মাত্র তিনজন বাংলাদেশি ক্রিকেটারের এই কৃতিত্ব রয়েছে। তারা হলেন মহম্মদ আশরাফুল, হাবিবুল বাশার ও মুশফিকুর রহিম।

Similar Articles

Advertismentspot_img

Most Popular